ক্যানবেরা, 4 ডিসেম্বর : ভারতের ইনিংসের শেষ ওভারে মাথায় চোট পান রবীন্দ্র জাদেজা ৷ কনকাশন নিয়ম অনুযায়ী তাঁর পরিবর্ত হিসেবে মাঠে নামেন যুজবেন্দ্র চহাল ৷ তার পর একটি ম্যাজিক স্পেল ৷ ওয়ানডে সিরিজ় জয়ের রেশ ধরে রাখতে পারল না অস্ট্রেলিয়া ৷ চহাল ও টি নটরাজনের মোট 6টি উইকেটেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিল ভারতের দিকে ৷
তবে রবীন্দ্র জাদেজার কনকাশন পরিবর্ত যুজবেন্দ্র চহালকে নিয়ে তৈরি হল বিতর্কও ৷ ম্যাচ জেতানো 44 রানের ইনিংস খেলার সময় ইনিংসের শেষ ওভারে তাঁর হেলমেটে বল লাগে ৷ তবে এই সময় কনকাশন প্রটোকল মানা হয়নি ৷ জাদেজাকে পরীক্ষা করতে কোনও ফিজ়িও মাঠের মধ্যে নামেননি ৷ এমনকি পরিবর্তন করা হয়নি তাঁর হেলমেটও ৷
অস্ট্রেলিয়া ইনিংস শুরুর আগে বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়ে দেয় জাদেজার কনকাশন পরিবর্তন হিসেবে মাঠে নামছেন যুজবেন্দ্র চহাল ৷