পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কনকাশন চহালের বাজিমাত, দুরন্ত ঘূর্ণিতে নিলেন 3 উইকেট - রবীন্দ্র জাদেজা

কনকাশন হিসেবে নেমে ম্যাচ জেতানো স্পেল যুজবেন্দ্র চহালের ৷ 11 রানে অস্ট্রেলিয়াকে হারাল ভারত ৷

কনকাশন চহালের বাজিমাত
কনকাশন চহালের বাজিমাত

By

Published : Dec 4, 2020, 8:18 PM IST

ক্যানবেরা, 4 ডিসেম্বর : ভারতের ইনিংসের শেষ ওভারে মাথায় চোট পান রবীন্দ্র জাদেজা ৷ কনকাশন নিয়ম অনুযায়ী তাঁর পরিবর্ত হিসেবে মাঠে নামেন যুজবেন্দ্র চহাল ৷ তার পর একটি ম্যাজিক স্পেল ৷ ওয়ানডে সিরিজ় জয়ের রেশ ধরে রাখতে পারল না অস্ট্রেলিয়া ৷ চহাল ও টি নটরাজনের মোট 6টি উইকেটেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিল ভারতের দিকে ৷

তবে রবীন্দ্র জাদেজার কনকাশন পরিবর্ত যুজবেন্দ্র চহালকে নিয়ে তৈরি হল বিতর্কও ৷ ম্যাচ জেতানো 44 রানের ইনিংস খেলার সময় ইনিংসের শেষ ওভারে তাঁর হেলমেটে বল লাগে ৷ তবে এই সময় কনকাশন প্রটোকল মানা হয়নি ৷ জাদেজাকে পরীক্ষা করতে কোনও ফিজ়িও মাঠের মধ্যে নামেননি ৷ এমনকি পরিবর্তন করা হয়নি তাঁর হেলমেটও ৷

অস্ট্রেলিয়া ইনিংস শুরুর আগে বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়ে দেয় জাদেজার কনকাশন পরিবর্তন হিসেবে মাঠে নামছেন যুজবেন্দ্র চহাল ৷

মাথায় চোট পাওয়ার পর জাদেজা

এই ঘটনায় হতাশ দেখায় অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারকে ৷ টেলিভিশন ক্যামেরায় তাঁকে দেখা যায় ম্যাচ রেফারি ডেভিড বুনের সঙ্গে এই বিষয়ে কথা বলছেন ৷

আরও পড়ুন :-প্রথম টি-20 তে 11 রানে জিতল টিম কোহলি

চহালের পাশাপাশি ভারতের 11 রানের জয়ে বড় ভূমিকা নিলেন টি নটরাজন ৷ গ্লেন ম্যাক্সওয়েল সহ তিনটি উইকেট তুলে নিলেন তিনি ৷ যদিও দুই অজ়ি ওপেনার 56 রানের পার্টনারশিপ গড়েন ৷

অন্যদিকে হেলমেটে আঘাত পাওয়ার আগেই হ্যামস্ট্রিংয়ে চোট পান জাদেজা ৷ তথাপি খেলা চালিয়ে যান ৷ শেষ দুই ওভারে জশ হেজ়েলউড ও মিচেল স্টাককে বেশ কয়েকবার মাঠের বাইরে পাঠান ৷ শেষ ওভারে মাথায় আঘাত পাওয়ার পরও দুটি বাউন্ডারি মারেন তিনি ৷ ছবি সৌজন্যঃ- টুইটার ৷

ABOUT THE AUTHOR

...view details