মেলবোর্ন, 6 জানুয়ারি : ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল ইতিমধ্যে বর্ডার-গাভাসকর ট্রফি থেকে ছিটকে গেছেন চোটের কারণে । ফিরে আসতে হবে ভারতে । তার আগে তিনি টুইটারে বাকি দুই ম্যাচের জন্য দলকে আগাম শুভ কামনা জানান । তিনি টুইটারে লেখেন, দলকে ছেড়ে আসতে খারাপ লাগছে , কিন্তু বাকি দুই টেস্টের জন্য খেলোয়াড়দের আগাম শুভেচ্ছা ।
গত শনিবার মেলবোর্নে ভারতীয় দলের অনুশীলনে কবজিতে চোট পান তিনি । গতকাল বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয় যে রাহুলের চোট গুরুতর এবং তাঁকে দেশে ফিরে বেঙ্গালুরুতে রিহ্যাবের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সময় কাটাতে হবে । চোট থেকে ফিরতে তাঁর 3 সপ্তাহ সময় লাগবে ।