দিল্লি, 24 ডিসেম্বর: শান্তশিষ্ট স্বভাবের অজিঙ্কে রাহানেকে একেবারেই দুর্বল ভাবা উচিত নয় । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট শুরুর আগে এই মন্তব্য করলেন সচিন তেন্ডুলকর। তাঁর কথায়, রাহানের অধিনায়কত্বের ধরনও কোহলির মতোই আক্রমণাত্মক হবে বলে ।
ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে তাদের প্রথম টেস্ট খেলে ফেলেছে। সিরিজ়ের আরও তিনটি টেস্ট বাকি। প্রথম টেস্টে লজ্জাজনক হারের মুখে পড়তে হয়েছে টিম কোহলিকে। ওই টেস্ট খেলেই ভারতে ফিরেছেন কোহলি। তিনি বোর্ডের কাছ থেকে পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন। তাঁর পরিবর্তে ভারতীয় দলের নেতৃত্বে এখন অজিঙ্কে রাহানে ।
কোহলির বডি ল্যাঙ্গুয়েজ যেমন সবসময়ই আক্রমণাত্মক থাকে, রাহানের তেমনটা নয়। কিন্তু তাঁর সেই শান্তশিষ্ট স্বভাবকে কখনওই দুর্বলতা বলে ভাবা উচিত নয় বলেই মনে করেন সচিন । একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "প্রত্যেক ব্যক্তিরই আক্রমণাত্মক মনোভাব দেখানোর নিজস্ব পদ্ধতি থাকে। যদি কেউ আক্রমণাত্মক মনোভাব না দেখান, তাহলে তার মানে এই নয় যে তিনি আক্রমণাত্মক নন।" তাঁর কথায়, রাহানের পরিকল্পনা হয়তো কোহলির থেকে আলাদা হতে পারে। কিন্তু দু'জনেরই লক্ষ্য ম্যাচ জেতা।
আরও পড়ুন:কোহলির কড়া সমালোচনা, ভারতীয় ক্রিকেটে বৈষম্যের অভিযোগ গাভাসকরের
মেলবোর্নে সিরিজ়ের দ্বিতীয় টেস্ট ম্যাচে কোহলি যেমন থাকছেন না, তেমনই কোরোনা সংক্রান্ত নিয়মের জন্য থাকতে পারছেন না রোহিত শর্মাও। এতে দলের ভারসাম্য কিছুটা হলেও নষ্ট হবে বলে মনে করেন সচিন । কিন্তু সেটা আবার তরুণদের জন্য ভালো কিছু করে দেখানোর সুযোগ তৈরি করবে বলে তাঁর বিশ্বাস ।