পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রাহানের বোলারদের অধিনায়ক : ইশান্ত শর্মা - ইশান্ত শর্মা

অজিঙ্কা রাহানের প্রশংসায় ইশান্ত শর্মা । রাহানের শান্ত স্বভাব দলকে এগিয়ে নিয়ে যাবে বলে মত তাঁর ।

Ishant sharma
Ishant sharma

By

Published : Dec 23, 2020, 5:19 PM IST

দিল্লি, 23 ডিসেম্বর : অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে অজিঙ্কা রাহানের শান্ত স্বভাব দলকে ভালো ফল করতে সাহায্য করবে । এমনই মত ইশান্ত শর্মার । তিনি বলেন, “রাহানে বোলারদের অধিনায়ক ।”

দেশে ফিরে এসেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি । বাকি টেস্ট ম্যাচগুলিতে অধিনায়কত্ব করবেন অজিঙ্কা রাহানে । অপরদিকে, চোটের কারণে সিরিজ়ে খেলতে পারছেন না ইশান্ত ।

আজ রাহানে সম্পর্কে তিনি বলেন, "সে খুবই শান্ত ও আত্মবিশ্বাসী । এটা আমি বলতে চাই যে ও বোলারদের অধিনায়ক । " এছাড়াও তিনি বলেন, " একসঙ্গে খেলার সময় দেখেছি ও সহযোগিতা করত । আমি কখন বল করতে চাই না চাই সে বিষয়ে আমার কাছে পরামর্শ নিত । ও বোলারদের অধিনায়ক । এটা করো এটা করোনা এসব বলার মতো মানুষ নয় রাহানে ।" তিনি আরও বলেন যে, "অধিনায়কত্বে সে কেমন এটা আপনারা দেখেছেন । ও খুবই শান্ত । সবসময় হাসি মজার ছলে থাকে ও । "

বিরাট কোহলি সম্পর্কে ইশান্ত বলেন, "ও এমন একজন খেলোয়াড় যার শক্তি খেলা ঘুরিয়ে দিতে পারে । যে ধরনের শক্তি বিরাট নিয়ে এসেছে তা কেউ পরিবর্তন করতে পারবে না । "

ABOUT THE AUTHOR

...view details