মেলবোর্ন, 30 ডিসেম্বর : হাজার সমস্যার মধ্যে আশার আলো । দলে ফিরছেন রোহিত শর্মা । কিন্তু কোথায় খেলবেন তিনি তা নিয়ে উঠছে নানা প্রশ্ন ।
চোটের জন্য ভারতের সঙ্গে আগেই আসতে পারেননি ইশান্ত শর্মা । পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছেন কোহলি । প্রথম ম্যাচে চোট পেয়ে শামি এবং দ্বিতীয় ম্যাচে চোট পেয়েছেন উমেশ যাদব । এরমধ্যে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বিভীষিকাময় 36 রানে ইনিংস শেষ হয়ে হার । এরপর বক্সিং ডে টেস্টে জয়ের মাধ্যেমে সিরিজ়ে সমতা ফেরানো । তাও সমস্যা কাটেনি রাহানের । তবে এরমাঝে চোট সারিয়ে ফিরে আসা রোহিতের কোয়ারানটাইন পর্ব শেষ করে তৃতীয় টেস্টে দলে যোগ দেওয়া । কিছুটা হলেও চিন্তার ভাঁজ কমাচ্ছে রাহানের কপাল থেকে । তবে নির্বাচকদের মধ্যে চিন্তা, কত নম্বরে নামবেন হিটম্যান ।
সাউথ আফ্রিকার বিরুদ্ধে ঘরোয়া সিরিজ়ে ওপেনিংয়ে দুর্দান্ত খেলেছিলেন রোহিত । তারপর চোট সমস্যায় ম্যাচ প্র্যাকটিস থেকে বাইরে বহুদিন । শেষ আইপিএলের ফাইনাল খেললেও চোটের জন্য দলের সঙ্গে অজ়ি সফরের প্রথম থেকে যোগ দেওয়ার সুযোগ পাননি । এই বিষয়ে রোহিতকে কোন পজ়িশনে খেলানো উচিত তা নিয়ে খোদ রোহিতের সঙ্গে কথা বলতে চান হেড কোচ রবি শাস্ত্রী । শারীরিক ভাবে কতটা ফিট তা রোহিতের সঙ্গে কথা বলেই জানবেন শাস্ত্রী ।