পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

তৃতীয় টেস্টে ফিরছেন রোহিত, ব্যাটিং অর্ডার নিয়ে জল্পনা

সাউথ আফ্রিকার বিরুদ্ধে গত ঘরোয়া সিরিজ়ে ওপেনিংয়ে দুর্দান্ত রোহিত । তারপর চোট সমস্যায় ম্যাচ প্র্যাকটিস থেকে বাইরে বহুদিন । এবার রোহিতের দলে অন্তর্ভুক্তি ওপেনিং-এ ময়াঙ্ক বা মিডল অর্ডারে নামা হনুমার দলে থাকা প্রশ্ন চিহ্নের মুখে ফেলবে বলে মনে করেন অনেকে ।

ROHIT
ROHIT

By

Published : Dec 30, 2020, 2:35 PM IST

মেলবোর্ন, 30 ডিসেম্বর : হাজার সমস্যার মধ্যে আশার আলো । দলে ফিরছেন রোহিত শর্মা । কিন্তু কোথায় খেলবেন তিনি তা নিয়ে উঠছে নানা প্রশ্ন ।

চোটের জন্য ভারতের সঙ্গে আগেই আসতে পারেননি ইশান্ত শর্মা । পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছেন কোহলি । প্রথম ম্যাচে চোট পেয়ে শামি এবং দ্বিতীয় ম্যাচে চোট পেয়েছেন উমেশ যাদব । এরমধ্যে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বিভীষিকাময় 36 রানে ইনিংস শেষ হয়ে হার । এরপর বক্সিং ডে টেস্টে জয়ের মাধ্যেমে সিরিজ়ে সমতা ফেরানো । তাও সমস্যা কাটেনি রাহানের । তবে এরমাঝে চোট সারিয়ে ফিরে আসা রোহিতের কোয়ারানটাইন পর্ব শেষ করে তৃতীয় টেস্টে দলে যোগ দেওয়া । কিছুটা হলেও চিন্তার ভাঁজ কমাচ্ছে রাহানের কপাল থেকে । তবে নির্বাচকদের মধ্যে চিন্তা, কত নম্বরে নামবেন হিটম্যান ।

সাউথ আফ্রিকার বিরুদ্ধে ঘরোয়া সিরিজ়ে ওপেনিংয়ে দুর্দান্ত খেলেছিলেন রোহিত । তারপর চোট সমস্যায় ম্যাচ প্র্যাকটিস থেকে বাইরে বহুদিন । শেষ আইপিএলের ফাইনাল খেললেও চোটের জন্য দলের সঙ্গে অজ়ি সফরের প্রথম থেকে যোগ দেওয়ার সুযোগ পাননি । এই বিষয়ে রোহিতকে কোন পজ়িশনে খেলানো উচিত তা নিয়ে খোদ রোহিতের সঙ্গে কথা বলতে চান হেড কোচ রবি শাস্ত্রী । শারীরিক ভাবে কতটা ফিট তা রোহিতের সঙ্গে কথা বলেই জানবেন শাস্ত্রী ।

অভিষেক ম্যাচে ওপেনিং-এ নজর কেড়েছেন শুভমন গিল । এবার রোহিতের দলে অন্তর্ভুক্তি ওপেনিং-এ ময়াঙ্ক বা মিডল অর্ডারে নামা হনুমার দলে থাকা প্রশ্ন চিহ্নের মুখে ফেলবে বলে মনে করেন অনেকে ।

আরও পড়ুন : রাহানের অধিনায়কত্ব নিয়ে অস্ট্রেলিয়ান তারকাদের দরাজ প্রশংসা শুনে আপ্লুত গাভাসকর

প্রসঙ্গত, 2018 সালে অভিষেকের পর থেকে ফিরে তাকাতে হয়নি ময়াঙ্ককে । কিন্তু পুরোনো ছন্দে দেখা যাচ্ছে না তাঁকে । আইপিএলে ভালো খেলে এলেও চলতি সিরিজ়ে মাত্র একবার দুই অঙ্কের রান ছুঁয়েছেন তিনি । তবে ফর্মে না থাকলেও তাঁকে বাদ দেওয়া কতটা প্রসঙ্গত সেই ব্যাপারে যথেষ্ট চিন্তিত প্রাক্তন মুখ্য নির্বাচক এম কে প্রসাদ । তিনি বলেন , শেষ 18 মাসে শতরান এবং দ্বিশতরান করে নিজেকে প্রমাণ করেছেন তিনি । এবার দেখতে হবে ম্যানেজমেন্ট রোহিতের থেকে কি ধরনের ভূমিকা চাইছে ।

অন্যদিকে দিলীপ বেঙ্গসরকার ময়াঙ্ক এবং হনুমা দুজনের পরিবর্তে রোহিত এবং কে এল রাহুলকে দেখতে চান । রাহুল এবং গিলকে ওপেনিংয়ে এবং হনুমার জায়গায় রোহিতকে খেলানোর পরামর্শ দিয়েছেন বেঙ্গসরকার ।

ABOUT THE AUTHOR

...view details