হায়দরাবাদ, 6 জানুয়ারি : রোহিত শর্মা দলে আসায় তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বোলিংয়ের বিরুদ্ধে আরও জোরালো প্রতিরোধ গড়ে তুলতে পারবে মেন ইন ব্লুরা । সেই সঙ্গে একটু এগিয়ে থেকে শুরুর করবে ভারত । মনে করেন বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা ।
" রোহিত শর্মা আসায় দলের মনোবল অনেকটাই বেড়ে গেছে , রোহিত মহান খেলোয়াড় । রোহিতের মত কেউ হুক বা পুল শট খেলতে পারে না । নতুন বলে বলিয়ান অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে জোরালো প্রত্যাঘাত করতে পারে রোহিত । " বলেন রাজকুমার ।