ব্রিসবেন, 15 জানুয়ারি : থাঙ্গারাসু নটরাজন, তামিলনাড়ুর এই তরুণ বাঁ হাতি পেস বোলার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন নেট বোলার হিসেবে ৷ তবে, নেট বোলারের ভূমিকা পালন করতে গিয়ে, এক সফরেই ক্রিকেটের তিন ফরম্য়াটে ডেবিউ করে ফেললেন নটরাজন ৷ এমনকী প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এক সফরেই তিন ফরম্য়াটে অভিষেক করার রের্কড গড়লেন তিনি ৷
চোট আঘাতে জর্জরিত ভারতীয় দলের হাল সামলাতে তিন ফরম্য়াটেই ডেবিউ করে ফেললেন নটরাজন ৷ আর টেস্ট ডেবিউতে কার্যত নজরকাড়া বোলিং করে 2 উইকেট নিজের নামের পাশে লেখালেন তিনি ৷ যার মধ্য়ে একটি উইকেট সিরিজ়ের সবচেয়ে নিয়মিত রান করে যাওয়া ব্য়াটসম্য়ান মারনস লাবুশেনের ৷ যিনি এদিন এই সিরিজে তাঁর প্রথম সেঞ্চুরি করেন ৷ দ্বিতীয় উইকেট ম্য়াথু ওয়েডের, যিনি লাবুশেনের সঙ্গে পার্টনারশিপ করে অস্ট্রেলিয়াকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ৷