সিডনি, 10 ডিসেম্বর : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ়ে ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ ৷ আর সেই কারণেই আগামী বছর টি-20 বিশ্বকাপ ভারতের জেতার সম্ভাবনা কমে যাচ্ছে বলে মনে করেন কাইফ ৷ মঙ্গলবার তৃতীয় টি-20 ম্য়াচে অস্ট্রেলিয়া 186 রান করে ৷ সেই ম্য়াচে ম্যাথু ওয়েড এবং গ্লেন ম্য়াক্সওয়েল অর্ধ শতরান করেন ৷ কাইফ বলছেন, এর পিছনে রয়েছে ভারতের দুর্বল ফিল্ডিং৷
ভারতের সেরা ফিল্ডারদের একজন মহম্মদ কাইফ বলেন, ভারতীয় দলের এমন দুর্বল ফিল্ডিং বিশ্বকাপে অনেক গুরুত্বপূর্ণ ম্য়াচ ভারতের হাত থেকে বের করে নিয়ে যেতে পারে ৷ একাধিক ক্য়াচ ফেলা এবং ফিল্ডিং মিস কখনই খেলার অংশ হতে পারে না ৷ তারা এটা একটু বেশিই করছে ৷ আর এমনটা চলতে থাকলে, আগামী বছর অক্টোবরে ভারতে হতে চলা টি-20 বিশ্বকাপে বড় ম্য়াচ ভারতকে হারতে হতে পারে ৷’’