পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোহলির অনুপস্থিতিতে বড় ফাঁক তৈরি হবে ভারতের ব্য়াটিংয়ে : ইয়ান চ্য়াপেল - ভারত

ইয়ান চ্য়াপেলের মতে, কোহলি দেশে ফিরে যাওয়ার পর দল নির্বাচন নিয়েও সমস্য়ায় পড়বে ভারতীয় শিবির ৷ তবে ভারতীয় ব্য়াটিংয়ে বড় ফাঁক তৈরি হলেও সেখানে একজন প্রতিভাবান ক্রিকেটার নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন বলেও মনে করেন তিনি ৷

kohlis-absence-will-create-big-hole-in-indian-batting-order-says-chappell
কোহলির অনুপস্থিতিতে বড় ফাঁক তৈরি হবে ভারতীয় ব্য়াটিংয়ে : ইয়ান চ্য়াপেল

By

Published : Nov 22, 2020, 1:24 PM IST

অ্য়াডিলেড, 22 নভেম্বর : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলির শেষ তিন টেস্টে না থাকা ভারতীয় ব্য়াটিংয়ে অনেক বড় ফাঁক তৈরি করবে ৷ এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্য়াপেল ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পর দেশে ফিরে আসবেন বিরাট কোহলি ৷ তবে তার আগে 27 নভেম্বর থেকে শুরু হতে চলা ওয়ান ডে ও টি-20 সিরিজ়ে খেলবেন তিনি ৷

ইয়ান চ্য়াপেলের মতে, কোহলি দেশে ফিরে যাওয়ার পর দল নির্বাচন নিয়েও সমস্য়ায় পড়বে ভারতীয় শিবির ৷ তবে ভারতীয় ব্য়াটিংয়ে বড় ফাঁক তৈরি হলেও সেখানে একজন প্রতিভাবান ক্রিকেটার নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন বলেও মনে করেন চ্য়াপেল ৷ তিনি আরও বলেন, ভারতীয় দলের এই নির্বাচন নিয়ে একটা উত্তেজনা তৈরি হতে পারে ৷ তবে কোহলির শেষ তিন ম্য়াচে না থাকাটা তাঁর খেলায় প্রভাব ফেলবে না বলে মনে করেন অস্ট্রেলিয়ান অল রাউন্ডার মার্কস স্টোইনিস ৷ তিনি বলেন, বিরাটকে নিয়ে চিন্তার কিছু নেই ৷ তিনি যে কটা ম্য়াচ খেলবেন সেখানেই নিজের সেরাটা দেবেন ৷ হতে পারে সেই ম্য়াচগুলিতে কোহলি অতিরিক্ত উদ্য়মের সঙ্গে নামবেন ৷

কোহলির শেষ তিন টেস্টে না খেলার সিদ্ধান্তে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের কয়েকজন সামান্য় হলেও প্রশ্ন তুলেছে ৷ যেমন সম্প্রতি কপিল দেব এক সাক্ষাৎকারে সুনীল গাভাস্করের উদাহরণ দিয়ে বলেন, সানিও তাঁর ছেলেকে বেশ কয়েক মাস না দেখে ছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details