মেলবোর্ন, 27 জানুয়ারি: সিডনিতে তৃতীয় টেস্টে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা । তদন্তের পর বুধবার একথা স্বীকার করে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
এসসিজি-তে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনে ভারতীয় পেসার মহম্মদ সিরাজের উদ্দেশে গ্যালারি থেকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য ছুড়ে দেন দর্শকরা। সিরাজ ছাড়াও আর এক পেসার বুমরাকে লক্ষ্য করেও বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়। বিষয়টি জানিয়ে অভিযোগ করে ভারতীয় দল। প্রথম ঘটনার পর আম্পায়ারের কাছেই অভিযোগ জানিয়েছিলেন অজিঙ্ক রাহানে। এরপর বিসিসিআই-এর তরফে চিঠি দিয়ে আসিসি-র কাছে অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে নির্দেশ দিয়েছিল আইসিসি।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল, তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর ফের বর্ণবিদ্বেষের ঘটনা ঘটে। ম্যাচের চতুর্থ দিনে সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়। ফের আম্পায়ারকে ঘটনাটি জানান সিরাজ ও রাহানে। খেলা থামিয়ে দেওয়া হয়। এরপর পুলিশকে দিয়ে ছয় দর্শককে মাঠের বাইরে বের করে দেওয়ার পর খেলা শুরু হয়।