পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টিম ইন্ডিয়ার প্রত্যেকের কোরোনা রিপোর্ট নেগেটিভ, জানাল বিসিসিআই

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট শুরু হবে 7 জানুয়ারি । সিরিজ়ে দুই দলই এখনও পর্যন্ত একটি করে ম্যাচ জিতেছে । এই পরিস্থিতিতে সিডনির ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অজিঙ্কে রাহানের দলের কাছে। তাই দলের সকলের কোরোনা রিপোর্ট নেগেটিভ আসা সত্যিই স্বস্তির বিষয় ।

Aus vs IND: Team India, support staff negative in latest COVID-19 tests, says BCCI
টিম ইন্ডিয়ার সকলের কোরোনা রিপোর্ট নেগেটিভ, জানাল বিসিসিআই

By

Published : Jan 4, 2021, 12:58 PM IST

মেলবোর্ন, 4 জানুয়ারি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের তৃতীয় টেস্ট খেলতে নামার আগে স্বস্তির খবর এল ভারতীয় শিবিরে । দলের খেলোয়াড় থেকে সাপোর্ট স্টাফ, সকলেরই কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে এই খবর জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ শুরু হবে 7 জানুয়ারি । ম্যাচ হবে সিডনির এসসিজিতে। সিরিজ়ে দুই দলই এখনও পর্যন্ত একটি করে ম্যাচ জিতেছে । এই পরিস্থিতিতে সিডনির ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অজিঙ্কে রাহানের দলের কাছে। তাই দলের সকলের কোরোনা রিপোর্ট নেগেটিভ আসা ভারতীয় বোর্ডের কাছে স্বস্তির বিষয় ।

বিশেষ করে দিন দুয়েক আগে একটি ভিডিয়োকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছিল । কারণ ওই ভিডিয়োতে দেখা গিয়েছিল- মেলবোর্নের একটি রেস্তরাঁয় খাওয়াদাওয়া করছেন টেস্ট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা, ওপেনার শুভমন গিল, উইকেটরক্ষক ঋষভ পন্থ, পেসার নভদীপ সাইনি ও পৃথ্বী শ। টুইটারে একজন ওই ভিডিয়োটি পোস্ট করে দেন। তার পর ওই পাঁচজন ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়।

আরও পড়ুন:আগামীকাল সৌরভকে দেখবেন দেবী শেটি, আজ পরিবারের সঙ্গে বৈঠক মেডিকেল বোর্ডের

এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে । কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে যে বিসিসিআই-এর সঙ্গে যৌথভাবে এই নিয়ে তদন্ত করা হবে। এই ঘটনায় সিরিজের বায়ো-সিকিউরিটি প্রটোকল ভাঙা হয়েছে কি না, সেটাই এই তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে। তবে কোরোনা রিপোর্ট নেগেটিভ আসার পর ওই পাঁচজনকে দলের সঙ্গে অনুশীলন করার এবং সিডনিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details