সিডনি, 25 নভেম্বর : কার্তিক ত্য়াগীকে পরামর্শ দিচ্ছেন জসপ্রীত বুমরা ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফর শুরুর আগে নেটে এই ছবিই দেখা গেল ৷ আর সেই ছবিই টুইটারে শেয়ার করেছে BCCI । আর সেই ছবির সঙ্গে লেখা, ‘‘যখন আপনি আপনার কাজে সেরা হয়ে ওঠেন তখনই নিজের জুনিয়রকে পথ দেখাতে পারেন ৷’’
নেটে কার্তিক ত্য়াগীকে পরামর্শ জসপ্রীত বুমরার - অস্ট্রেলিয়া
দ্বিপাক্ষিক সিরিজ়ের জন্য় অস্ট্রেলিয়ায় গিয়েছে ভারতীয় দল ৷ সেখানে কোয়ারানটিনে থাকার পর এবার অনুশীলনে নেমেছে তারা ৷ যেখানে সাদা ও লাল দুই বলেই সমানভাবে অনুশীলন চালাতে দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের ৷
দ্বিপাক্ষিক সিরিজ়ের জন্য় অস্ট্রেলিয়ায় গিয়েছে ভারতীয় দল ৷ সেখানে কোয়ারানটিনে থাকার পর এবার অনুশীলনে নেমেছে তারা ৷ যেখানে সাদা ও লাল দুই বলেই সমানভাবে অনুশীলন চালাতে দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের ৷
সীমিত ওভারের থেকে টেস্ট সিরিজ়কে বেশি গুরুত্ব দিচ্ছে দু’পক্ষই ৷ শেষবার 2018-19 সফরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2-1 ফলাফলে বর্ডার-গাভাস্কর ট্রফি জিতেছিল ভারতীয় দল ৷ এবার সেই ট্রফি নিজেদের দখলে রাখার লড়াই ভারতীয় দলের ৷ তবে প্রথম টেস্টের পর ছুটি নিয়ে দেশে ফিরে আসছেন অধিনায়ক বিরাট কোহলি ৷ যা ভারতীয় দলের পক্ষে লড়াইটা কিছুটা হলেও কঠিন করে দেবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞ মহলের ৷