পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিধ্বংসী স্মিথ, 51 রানে হেরে সিরিজ় হাতছাড়া বিরাটদের - বিরাট কোহলি

তিন ম্যাচের সিরিজ়ে 2-1'এ এগিয়ে গেল অস্ট্রেলিয়া । বুধবার ওয়ান ডে সিরিজ়ের শেষ ম্যাচ ।

India lost 2nd one day match against australia
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হার

By

Published : Nov 29, 2020, 6:19 PM IST

সিডনি, 29 নভেম্বর : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে হেরে তিন ম্যাচের সিরিজ় হাতছাড়া বিরাট কোহলিদের । অস্ট্রেলিয়ার 389 রানের জবাবে 338-এ থামে ভারত । কিছুটা লড়াই করেন অধিনায়ক বিরাট কোহলি ও কে এল রাহুল ।

আজ সিডনি গ্রাউন্ডে ম্যাচের প্রথম থেকে দাপট দেখায় অজ়িরা । ভারতীয় বোলারদের কার্যত ক্লাব স্তরে নামিয়ে এনে মাত্র 64 বলে 104 রান করেন স্টিভ স্মিথ ৷ অন্যদিকে ম্যাক্সওয়েল 29 বলে অপরাজিত 63 রান করেন । প্রথম ম্যাচের মতোই ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন দুই অজ়ি ওপেনার ফিঞ্চ ও ওয়ার্নার ৷ দু'জনে 142 রানের পার্টনারশিপ গড়ে তোলেন ৷ স্মিথের বিধ্বংসী ব্যাটিং ও ওপেনিং জুটির উপর ভর করে ভারতের সামনে 389 রানের স্কোর দাঁড় করায় অস্ট্রেলিয়া । শামি, বুমরা ও পাণ্ডিয়া একটি করে উইকেট নেন ।

বিধ্বংসী স্মিথ

জবাবে ব্যাট করতে নেমে দ্রুত শিখর ধাওয়ান ও ময়ঙ্ক আগারওয়ালের উইকেট খুইয়ে দেয় ভারত । 23 বলে 30 রান করে আউট হন ধাওয়ান । ভারতের 10 ওভারের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নার । বিরাট কোহলির সঙ্গে পার্টনারশিপে 93 রান তোলেন শ্রেয়াস আইয়ার । শ্রেয়াস 36 বলে 38 রান করে এনরিকের বলে আউট হন । 87 বলে 89 রান করে হ্যাজ়েলউডের বলে এনরিকের হাতে আউট হন ক্যাপ্টেন কোহলি । এদিন 22 হাজার রান পূর্ণ করেন তিনি । কোহলিকে যোগ্য সঙ্গত দেন কে এল রাহুল । 66 বলে 76 রান করেন তিনি । তবে তাঁর লড়াই শেষপর্যন্ত কাজে আসেনি ভারতের । 50 ওভারে 9 উইকেটে 338 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস ।

87 বলে 89 রান করেন বিরাট কোহলি

বুধবার ক্যানবেরায় তৃতীয় একদিনের ম্যাচে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে । এরপর তিন ম্যাচের টি-20 সিরিজ় খেলবে দুই দল ।

ABOUT THE AUTHOR

...view details