সিডনি, 11 জানুয়ারি : তৃতীয় টেস্টের শেষ দিনে দলকে জয়ের আশা জাগিয়ে গেলেন চোট পাওয়া ঋষভ পন্থ । 118 বলে 97 রান করে লিয়নের বলে আউট হন তিনি । তবে অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন চেতেশ্বর পূজারা । কিন্তু হ্যাজ়েলউডের বলে বোল্ড হয়ে 77 রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি ।
দ্বিতীয় ইনিংসে 400-র বেশি রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামাটা ভারতের জন্য মোটেই সহজ কাজ ছিল না । কিন্তু পন্থের স্বভাবসিদ্ধ সাহসী ব্যাটিংয়ের উপর ভর করে নতুন করে জয়ের আশা দেখতে শুরু করে ভারতীয় শিবির । গতকালই দুই ওপেনারকে হারিয়েছিল ভারত । 52 রানে আউট হয়েছিলেন রোহিত । প্রথম ইনিংসে অর্ধশতরান করা শুভমান গিলকে 31 রানে প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন হ্যাজ়েলউড ।
আজ দিনের শুরুতেই লিয়নের বলে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ তুলে দেন অধিনায়ক অজিঙ্ক রাহানে । 18 বল খেলে মাত্র 4 রানে ফেরত যান তিনি । শেষদিনে জেতার জন্য ভারতের প্রয়োজন ছিল 309 রান । শুরুটা যেমন চেয়েছিল ভারত তেমনটা মোটেও হয়নি ।