পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জিততে দরকার 324, শেষদিনে গাব্বায় কঠিন লড়াইয়ের মুখে ভারত - India's Tour of Australia

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, 328 রান চতুর্থ ইনিংসে করা বেশ শক্ত৷ কিন্তু এই ভারতীয় দল যেভাবে লড়াই করছে, তাতে ম্যাচ জিতেও জেতে পারে৷ তবে খুব খারাপ কিছু না হলে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাই বেশি৷

India have to score 324 to win last test against Australia at brisbane
টার্গেট 324, গাব্বায় শেষদিন কঠিন লড়াইয়ের মুখে ভারত

By

Published : Jan 18, 2021, 2:10 PM IST

Updated : Jan 18, 2021, 2:48 PM IST

কলকাতা, 18 জানুয়ারি : জয় দিয়ে কি অস্ট্রেলিয়া সফর শেষ করতে পারবে ভারত ? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও একদিন ৷ সোমবার ব্রিসবেনে চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলা বৃষ্টির জন্য আগেই শেষ হয়ে গেল৷ ভারতের স্কোর 4 ৷ ক্রিজে এখনও রয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল৷ ম্যাচ জিততে হলে ভারতকে শেষদিন 324 রান করতে হবে৷

প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডার ভালো না খেললেও ওয়াশিংটন সুন্দর ও শার্দূল ঠাকুরের যুগলবন্দি টিম ইন্ডিয়াকে লড়াইয়ে ফিরিয়েছিল৷ আজ চতুর্থ দিন সকালে দুই অজ়ি ওপেনার ভালো শুরু করেন ৷ তারপর দাপট দেখিয়েছেন ভারতীয় বোলাররা৷ এই সিরিজ়েই অভিষেক হওয়া মহম্মদ সিরাজ (গাব্বায় তৃতীয় টেস্ট খেলছেন সিরাজ) এই ইনিংসে 5 উইকেট পেয়েছেন ৷ শার্দূল ঠাকুর পেয়েছেন 4টি উইকেট৷ ওয়াশিংটন সুন্দর পেয়েছেন একটি উইকেট৷

ভারতের ভালো বোলিং পারফরমেন্সের জন্য অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস 294 রানেই শেষ হয়ে যায়৷ জয়ের জন্য 328 রানের লক্ষ্য নিয়ে খেলতে নামে ভারত৷ ভারতের চতুর্থ ইনিংসের 1.5 ওভার হতেই বৃষ্টি আসে৷ খেলা বন্ধ হয়৷ তারপর আর খেলা শুরু হয়নি ৷ পরে দিনের খেলা শেষ বলে জানিয়ে দেওয়া হয়৷

আরও পড়ুন :সিরাজের পাঁচ, গাব্বায় জয়ের জন্য ভারতের প্রয়োজন 328 রান

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, 328 রান চতুর্থ ইনিংসে করা বেশ শক্ত৷ কিন্তু এই ভারতীয় দল যেভাবে লড়াই করছে, তাতে ম্যাচ জিতেও জেতে পারে৷ তবে খুব খারাপ কিছু না হলে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাই বেশি৷

Last Updated : Jan 18, 2021, 2:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details