পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বক্সিং ডে টেস্টে ভালো শুরু ভারতের, টুইটে প্রশংসা বিরাটের - অধিনায়কের ব্যাটন থাকছে অজিঙ্কা রাহানের কাছে

সিরিজ়ের প্রথম দিনরাতের ম্যাচ খেলেই পিতৃত্বকালীন ছুটি কাটাতে দেশে ফিরেছেন বিরাট ৷ তাই সিরিজ়ের শেষ তিনটি ম্যাচে তাঁর পরিবর্তে দলের অধিনায়কের ব্যাটন থাকছে অজিঙ্কা রাহানের কাছে ৷

টুইটে প্রশংসা বিরাটের
টুইটে প্রশংসা বিরাটের

By

Published : Dec 26, 2020, 6:21 PM IST

দিল্লি, 26 ডিসেম্বর : বক্সিং ডে টেস্টের প্রথম দিন চালকের আসনে ভারত ৷ সৌজন্যে বুমরা, অশ্বিনরা ৷ প্রথম দিনেই অজ়ি ব্যাটিংকে ব্যাকফুটে ঠেলার জন্য বোলারদের ও স্টপগ্যাপ অধিনায়কের জন্য আসছে শুভেচ্ছাও ৷ এবার দলের বোলারদের প্রশংসায় পঞ্চমুখ নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ৷

পিতৃত্বকালীন ছুটি কাটাতে 22 ডিসেম্বর অস্ট্রেলিয়া ছেড়েছিলেন বিরাট ৷ আজ ভারতীয় বোলারদের দাপট দেখানোর পর টুইটে তিনি লেখেন, ‘‘ প্রথম দিন আমাদের জন্য দারুন কাটল ৷ বোলারদের দারুন পারফরমেন্স, একই সঙ্গে দিনের দুরন্ত শেষ ৷’’

প্রসঙ্গত এই সিরিজ়ের প্রথম দিনরাতের ম্যাচ খেলেই পিতৃত্বকালীন ছুটি কাটাতে দেশে ফিরেছেন বিরাট ৷ তাই সিরিজ়ের শেষ তিনটি ম্যাচে তাঁর পরিবর্তে দলের অধিনায়কের ব্যাটন থাকছে অজিঙ্কা রাহানের কাছে ৷

আরও পড়ুন :- 17 বছর আগের মোলবোর্ন, সেহওয়াগের সেই 195 তেই আজ স্মিথরা

তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ভারত বুঝিয়ে দিল নিয়মিত অধিনায়ক ছাড়াই লড়াই করতে প্রস্তুত তাঁরা ৷ যেখানে শুধু অজ়িদের 195 রানেই অল উইকেট করাই নয়, শেষ বেলায় ক্রিজ়ে থেকে একটি ভিত গড়লেন শুভমন গিল ও চেতেশ্বর পূজারা ৷ দিনের শেষে ময়ঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়ে ভারত করেছে 36 রান ৷ অভিষেক হওয়া শুভমন গিল 28 রান ও চেতেশ্বর পূজারা 7 রানে অপরাজিত আছেন ৷

ABOUT THE AUTHOR

...view details