পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দ্বিতীয় ইনিংসে 200 রানও করতে পারবে না ভারত : পন্টিং - ভারত

একজন পন্টিংকে প্রশ্ন করেন, ঠিক কত রানে অস্ট্রেলিয়ার ইনিংস ডিক্লেয়ার করা উচিত। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ভারত 200 রানও তাদের দ্বিতীয় ইনিংসে করতে পারবে না।

IND vs AUS Visitors won't make 200 in the second innings says Ponting
রিকি পন্টিং

By

Published : Jan 10, 2021, 2:04 PM IST

সিডনি, 10 জানুয়ারি: ভারতীয় দল চতুর্থ ইনিংসে 200-ও করতে পারবে না । মনে করছেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং। একটি ক্রিকেট ওয়েবসাইটে প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

একজন তাঁকে প্রশ্ন করেন, ঠিক কত রানে অস্ট্রেলিয়ার ইনিংস ডিক্লেয়ার করা উচিত। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ভারত 200 রানও তাদের দ্বিতীয় ইনিংসে করতে পারবে না।

পাশাপাশি ভারতীয় স্পিনারদের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, তাঁর মতে অনিল কুম্বলে এবং হরভজন সিংকে খেলা সবচেয়ে কঠিন ছিল। তৃতীয় টেস্টে ভারতের লক্ষ্য 407 রান। যার জবাবে 2 উইকেট হারিয়ে 98 রান করেছে ভারত।

ABOUT THE AUTHOR

...view details