ব্রিসবেন, 19 জানুয়ারি : ভারতীয় দলের ঐতিহাসিক ব্রিসবেন টেস্ট জয়কে কুর্ণিশ জানালেন বোর্ড সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবং প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর ৷ তেন্ডুলকর দলের প্রতিটি খেলোয়াড়দের প্রশংসা করে জানিয়েছেন, দিনের প্রতিটি সেশনে কোনও না কোনও খেলোয়াড় এগিয়ে এসেছেন নিজের দলকে এগিয়ে নিয়ে যেতে ৷
এদিন সচিন তাঁর টুইটে লেখেন, ‘‘প্রতিটি সেশনে আমরা একজন নতুন হিরো আবিষ্কার করলাম ৷ প্রত্য়েকবার যখন আমরা ধাক্কা খেয়েছি, আমরা ঘুরে দাঁড়িয়েছি ৷ আমরা যখনই বাউন্ডারি মেরেছি, সেটা বিশ্বাসের সঙ্গে ৷ তবে, দায়িত্বজ্ঞানহীন শট কেউ খেলেননি ৷ চোট, অনিশ্চিয়তার মধ্য়েও আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছেন সবাই ৷ অন্য়তম সেরা ম্য়াচ জয় ! অভিনন্দন ভারত ৷’’
ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগ ৷ তিনি টুইটে লেখেন, ‘‘খুশিতে পাগল হয়ে যাচ্ছি ৷ এটা নতুন ভারত ৷ ঘরের ভিতরে ঢুকে মারে ৷ অ্য়াডিলেডে যা হয়েছিল, তারপর এই তরুণ ব্রিগেড আমাদের সারা জীবনের জন্য় আনন্দ প্রদান করল ৷ এটা বিশ্বকাপ জিতেছি, কিন্তু, এই জয়টা একটু বিশেষ ৷ এবং হ্য়াঁ পন্থ এই কারণেই বেশি স্পেশাল ৷’’