পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দুরন্ত শুভমন, মাটি কামড়ে লড়াই পূজারার; ফ্রন্টফুটে ভারত - Shubman Gill

মধ্যাহ্নভোজের বিরতিতে শুভমন গিল 117 বলে 64 রানে এবং পূজারা 90 বলে 8 রানে অপরাজিত ।

gill
gill

By

Published : Jan 19, 2021, 8:23 AM IST

Updated : Jan 19, 2021, 11:23 AM IST

ব্রিসবেন, 19 জানুয়ারি : পঞ্চম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ফ্রন্টফুটে ভারত । দিনের শুরুটা তেমন ভালো হয়নি টিম ইন্ডিয়ার । শুরুতেই রোহিত শর্মাকে হারাতে হয় । ব্যক্তিগত 7 রানের মাথায় কামিন্সের বল রোহিতের ব্যাট ছুঁয়ে চলে যায় অজ়ি অধিনায়ক টিম পেইনের হাতে । এরপর পূজারার সঙ্গে দলের দায়ভার কাঁধে নেন শুভমন গিল । একদিকে পূজারার মাটি কামড়ে লড়াই, অন্যদিকে দুরন্ত ইনিংস খেলে ভারতীয় স্কোরবোর্ডকে সচল রাখেন শুভমন । 90 বলে 8 রানে অপরাজিত পূজারা। কামিন্স, হ্যাজেলউডদের বিষাক্ত বাউন্সারের সামনে লক্ষে অবিচল পূজারা । অন্যদিকে 117 বলে 64 রান করে পালটা আঘাত গিলের ।

চলতি সিরিজ়ে অভিষেক করা শুভমন দ্বিতীয় অর্ধশতরান করে জয়ের আশা দেখাচ্ছেন ভারতীয় সমর্থকদের । 64 রানের এই ইনিংস সাজানো 5টি বাউন্ডারি ও 1 টি ওভার বাউন্ডারি দিয়ে । রোহিতের আউট হওয়ার পর 178 বলে 65 রান যোগ করে এই জুটি ।

আরও পড়ুন : গাব্বায় শার্দূল-সুন্দরের লড়াইকে কুর্ণিশ বিরাটের

চতুর্থ ম্যাচ ও সিরিজ় জয়ের জন্য ভারতের আরও 245 রান প্রয়োজন । এই অবস্থায় জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে সমর্থকরা । সিডনি টেস্টে চোট জর্জরিত ভারত অবিশ্বাস্য ড্র করে যথেষ্ট আত্মবিশ্বাসী । দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নিয়ে সিরাজ় ইতিমধ্যেই ক্রিকেট অনুরাগীদের নয়নের মণি । দুই ইনিংস মিলিয়ে মোট 7 উইকেট এবং ব্যাটে মূল্যবান 67 রান করে শিরোনামে শার্দুল ঠাকুর । এবার দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পালা শুভমনের ।

Last Updated : Jan 19, 2021, 11:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details