ব্রিসবেন, 13 জানুয়ারি : সিডনিতে ম্যাচ ড্র করার জন্য অসাধারণ লড়াই করেছে ভারতীয় ক্রিকেট দল ৷ কিন্তু, সেই পারফরম্যান্স এখন অতীত ৷ ভারতীয় দলের লক্ষ্য এবার ব্রিসবেনে ভালো পারফর্ম করে সিরিজ জিতে নেওয়া৷ সেই কারণে বুধবার অনুশীলন শুরু করল টিম ইন্ডিয়া।
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকার ট্রফি ৷ প্রথম দু'টি ম্যাচ ডিসেম্বরেই শেষ হয় ৷ প্রথম ম্যাচে ভারত হারে৷ কিন্তু, দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরায় ক্যাপ্টেন রাহানের দল ৷ 2021 সালের শুরুতে সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টেও ভালো লড়াই করেছে ভারতীয় দল ৷ বিশেষ করে শেষদিনে একটা সময় ম্যাচে হারের মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল৷ সেখান টানা 50 ওভার উইকেট না হারিয়ে ম্যাচ ড্র করে ভারত৷
এবার সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টের পালা ৷ ব্রিসবেনের গাব্বায় আগামী শুক্রবার ম্যাচ শুরু ৷ সেই ম্যাচ জিততে পারলে সিরিজেও জয় পাবে ভারত ৷ কিন্তু চোট আঘাতে জর্জরিত ভারতীয় দল কি সেটা পারবে, সেটাও একটা প্রশ্নচিহ্ন তৈরি করেছে৷ বিশেষজ্ঞদের মতে, ব্রিসবেনের উইকেট গতিময়৷ সেখানে লড়াই করতে গেলে পেসারদের দায়িত্ব নিতে হবে৷ কিন্তু ভারতের যে তিন পেসার খেলতে পারেন, তাঁরা সকলেই নবাগত৷ মহম্মদ সিরাজ মেলবোর্নে প্রথম টেস্ট খেললেন৷ আর সিডনিতে অভিষেক হয়েছে নভদীপ সাইনির৷
আরও পড়ুন :অস্ত্রোপচার সম্পন্ন, আরও ধারাল হয়ে ফিরবো : রবীন্দ্র
ব্রিসবেনে শার্দুল ঠাকুরের অভিষেক হওয়ার সম্ভাবনা৷ কারণ, সিডনিতে চোট পেয়ে সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরা৷ এখন এই তিন নতুন পেসার ভালো খেললে, তা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো বিজ্ঞাপন হবে ৷ তবে ভারতীয় দল ভালো পারফর্ম করতে পারবে বলে আশাবাদী৷ টুইটারে এদিন অনুশীলনের ছবি দিয়ে এমনই দাবি করেছে টিম ইন্ডিয়া ৷