দিল্লি, 5 জানুয়ারি : ভারতীয় ক্রিকেট দলে তৃতীয় পেসার হিসেবে শার্দুল ঠাকুুরকে নেওয়া হোক। এমনটাই চান ওই ক্রিকেটারের শৈশবের কোচ দীনেশ ল্যাড। তাঁর মতে, ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে এবং গত তিন বছর ধরে রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করেছেন শার্দুল। সেই কারণেই তাঁকে ভারতীয় সিনিয়র দলে জায়গা দেওয়া উচিত। ল্যাডের মতে, শার্দুলের আউট সুইং খুব ভালো। তাই তাঁর অস্ট্রেলিয়ার পরিস্থিতিতে সফল হওয়ার সম্ভাবনাও বেশি।
এবারের অস্ট্রেলিয়া সফরে শুরু থেকেই চোট-আঘাতের সমস্যায় ভুগছে ভারতীয় ক্রিকেট দল। প্রথমে ইশান্ত শর্মা ও পরে মহম্মদ শামি চোটের জন্য দল থেকে ছিটকে যায়। প্রথম দুটি টেস্টে উমেশ যাদব ভারতের তৃতীয় পেসার হিসেবে খেলেছেন। কিন্তু চোটের জন্য সিডনিতে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে তাঁকে পাচ্ছে না রাহানের ভারত। চতুর্থ টেস্টেও তাঁকে পাওয়া যাবে না।