পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'শার্দুল ঠাকুরকে তৃতীয় পেসার হিসেবে খেলানো উচিত' - অস্ট্রেলিয়া বনাম ভারত

অস্ট্রেলিয়ায় এবার চার টেস্টের সিরিজ খেলছে ভারত। প্রথম ম্যাচে অ্যাডিলেডে হেরে গিয়েছে তারা। তবে মেলবোর্নে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছে রাহানের ভারত। এবার তৃতীয় টেস্টেও জেতার জন্য মুখিয়ে আছে ভারতীয় দল। সিডনিতে ওই ম্যাচ শুরু 7 জানুয়ারি।

IND vs AUS: 'I prefer Shardul over Natarajan and Saini'
'শার্দুল ঠাকুরকে তৃতীয় পেসার হিসেবে খেলানো উচিত'

By

Published : Jan 5, 2021, 6:48 PM IST

দিল্লি, 5 জানুয়ারি : ভারতীয় ক্রিকেট দলে তৃতীয় পেসার হিসেবে শার্দুল ঠাকুুরকে নেওয়া হোক। এমনটাই চান ওই ক্রিকেটারের শৈশবের কোচ দীনেশ ল্যাড। তাঁর মতে, ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে এবং গত তিন বছর ধরে রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করেছেন শার্দুল। সেই কারণেই তাঁকে ভারতীয় সিনিয়র দলে জায়গা দেওয়া উচিত। ল্যাডের মতে, শার্দুলের আউট সুইং খুব ভালো। তাই তাঁর অস্ট্রেলিয়ার পরিস্থিতিতে সফল হওয়ার সম্ভাবনাও বেশি।

এবারের অস্ট্রেলিয়া সফরে শুরু থেকেই চোট-আঘাতের সমস্যায় ভুগছে ভারতীয় ক্রিকেট দল। প্রথমে ইশান্ত শর্মা ও পরে মহম্মদ শামি চোটের জন্য দল থেকে ছিটকে যায়। প্রথম দুটি টেস্টে উমেশ যাদব ভারতের তৃতীয় পেসার হিসেবে খেলেছেন। কিন্তু চোটের জন্য সিডনিতে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে তাঁকে পাচ্ছে না রাহানের ভারত। চতুর্থ টেস্টেও তাঁকে পাওয়া যাবে না।

এখন কে হবেন ভারতের তৃতীয় পেসার, এই প্রশ্নই ঘুরছে ক্রীড়া মহলে। তালিকায় রয়েছেন টি নটরাজন, নভদীপ সাইনি ও শার্দুল ঠাকুর। এখন কাকে টিম ম্যানেজমেন্ট বেছে নেবে, সেটাই এখন দেখার। তবে শার্দুলের শৈশবের কোচ আগে থেকেই তাঁর শিষ্যের জন্য সওয়াল করে রাখলেন।

আরও পড়ুন:ভারত-অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্ট ঘিরে অনিশ্চয়তার মেঘ

অস্ট্রেলিয়ায় এবার চার টেস্টের সিরিজ খেলছে ভারত। প্রথম ম্যাচে অ্যাডিলেডে হেরে গিয়েছে তারা। তবে মেলবোর্নে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছে রাহানের ভারত। এবার তৃতীয় টেস্টেও জেতার জন্য মুখিয়ে আছে ভারতীয় দল। সিডনিতে ওই ম্যাচ শুরু 7 জানুয়ারি।

ABOUT THE AUTHOR

...view details