সিডনি, 6 জানুয়ারি : আর কয়েক ঘণ্টা পরই সিডনিতে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। আর ওই টেস্টের আগে বুধবার বিশেষ নির্দেশিকা জারি করল নিউ সাউথ ওয়েলস সরকার। ওই নির্দেশিকায় জানানো হয়েছে যে মাঠে উপস্থিত দর্শকদের সব সময় মাস্ক পরে থাকতে হবে। শুধুমাত্র খাওয়ার সময়ই তাঁদের ছাড় দেওয়া হবে।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতি বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্ট ছিল মেলবোর্নে। সেই টেস্টে যে সমস্ত দর্শক উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে একজনের কোভিড পজিটিভ হয়েছে। তার পরই নিউ সাউথ ওয়েলস সরকার আর কোনও ঝুঁকি নিতে চায়নি। তড়িঘড়ি নির্দেশিকা জারি করেছে।
সিডনির স্টেডিয়ামে যত দর্শক উপস্থিত হতে পারেন, তার মাত্র 25 শতাংশ দর্শক এবার সেখানে ঢুকতে পারবেন। কিন্তু মেলবোর্নে যাঁরা ম্যাচ দেখতে গিয়েছিলেন, তাঁদের কাউকে ঢুকতে দেওয়া হবে না। তাঁদের খেলা দেখতে না আসার আবেদনও জানানো হয়েছে।
আরও পড়ুন:তৃতীয় টেস্টের দল ঘোষণা ভারতের, অভিষেক হচ্ছে সাইনির
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চার টেস্টের সিরিজ চলছে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। ফলে সিডনির দিকে তাকিয়ে ক্রীড়াপ্রেমীরা। অস্ট্রেলিয়ার অন্য অংশের মতো সিডনিতেও অনেক ভারতীয় থাকেন। ফলে তাঁরাও দলে দলে ভিড় জমাতে পারেন।