পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারত-অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্ট ঘিরে অনিশ্চয়তার মেঘ - Brisbane

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চার টেস্টের সিরিজ়ের দুটি ম্যাচ হয়ে গিয়েছে। পরের টেস্ট সিডনিতে। ম্যাচ শুরু 7 জানুয়ারি। সিরিজ়ের শেষ টেস্ট ম্যাচ হওয়ার কথা ব্রিসবেনে। কিন্তু কুইন্সল্যান্ডের স্থ্যমন্ত্রী রোজ বেটসের একটি মন্তব্যের জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে।

ind-vs-aus-disappointed-by-bates-comments-bcci-rethinking-playing-at-the-gabba
অনিশ্চিয়তার মেঘ ভারত-অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্ট ঘিরে

By

Published : Jan 4, 2021, 6:14 PM IST

দিল্লি, 4 জানুয়ারি: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ় নিয়ে আচমকাই অনিশ্চয়তার মেঘ তৈরি হল। চার টেস্টের সিরিজ় এক ম্যাচ আগেই শেষ হয়ে যেতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চার টেস্টের সিরিজ়ের দু'টি ম্যাচ হয়ে গিয়েছে। পরের টেস্ট সিডনিতে। ম্যাচ শুরু 7 জানুয়ারি। সিরিজ়ের শেষ টেস্ট ম্যাচ হওয়ার কথা ব্রিসবেনে। কিন্তু কুইন্সল্যান্ডের ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী রোজ বেটসের একটি মন্তব্য করার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে।

কোরোনা সংক্রান্ত নিয়মের কড়াকড়ির প্রসঙ্গ টেনে বেটস বলেন, "যদি ভারতীয়রা নিয়ম মেনে চলতে না পারে তাহলে তাদের আসার দরকার নেই।" একই কথা শোনা গিয়েছে কুইন্সল্যান্ডের ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী টিম ম্যান্ডারের মুখে।

তার পরই ক্ষুব্ধ হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তাই তারা ভাবছে সিডনিতে গোলাপি বলের টেস্ট খেলেই ফিরে আসার ব্যাপারে ভাবনাচিন্তা করছে। কারণ বিসিসিআই-এর দাবি, অস্ট্রেলিয়ার সঙ্গে ভারত তালমিলিয়ে চলছে। রোহিত শর্মা সিডনিতে গিয়ে 14 দিনের কোয়ারানটিনে থেকেছেন। ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের সাম্প্রতিক কোরোনা রিপোর্টও নেগেটিভ এসেছে।

আরও পড়ুন:টিম ইন্ডিয়ার প্রত্যেকের কোরোনা রিপোর্ট নেগেটিভ, জানাল বিসিসিআই

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলে জানিয়েছেন যে, এখনও পর্যন্ত সরকারিভাবে বিসিসিআই-এর তরফে কিছু জানানো হয়নি। ভারতীয় বোর্ডের সঙ্গে তাঁরা যোগাযোগ করছেন। কিন্তু ব্রিসবেনে খেলোয়াড়দের ঘরবন্দী থাকতে হবে, এমন খবর সঠিক নয় বলেই তাঁর দাবি।

ABOUT THE AUTHOR

...view details