পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোহলির অনুপস্থিতিতে সহজে টেস্ট সিরিজ় জিতবে অস্ট্রেলিয়া : ভন

আগামী বছর জানুয়ারি মাসে সন্তানের জন্ম দিতে চলেছেন কোহলির স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ সেই সময় অনুষ্কার পাশে থাকার জন্য় পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন বিরাট কোহলি ৷ তার জন্য় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে ছুটির আবেদন করেছিলেন ভারত অধিনায়ক ৷

in-kohlis-absence-aus-will-easily-win-test-series-against-india-vaughan
কোহলির অনুপস্থিতিতে সহজে টেস্ট সিরিজ জিতবে অস্ট্রেলিয়া : মাইকেল ভন

By

Published : Nov 12, 2020, 2:56 PM IST

দিল্লি, 12 নভেম্বর : ভারতের বিরুদ্ধে আসন্ন বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ় খুব সহজেই জিতে নেবে অস্ট্রেলিয়া ৷ এমনটাই মনে করছেন প্রাক্তন ইংল্য়ান্ড অধিনায়ক মাইকেল ভন ৷ এর কারণ হিসেবে ভন বলেন, ভারত অধিনায়ক তথা তাবড় ব্য়াটসম্য়ান বিরাট কোহলির শেষ 3 টেস্ট না খেলা অজ়িদের অনেক সুবিধা করে দেবে বলে মনে করেন তিনি ৷

প্রসঙ্গত, আগামী বছর জানুয়ারি মাসে সন্তানের জন্ম দিতে চলেছেন কোহলির স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ সেই সময় অনুষ্কার পাশে থাকার জন্য় পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন বিরাট ৷ তার জন্য় ভারতীয় ক্রিকেট কন্ট্রোব বোর্ডের কাছে ছুটির আবেদন করেছিলেন ভারত অধিনায়ক ৷ সেই আবেদনের সাড়া দিয়ে সোমবার BCCI বিরাটের ছুটি মঞ্জুর করে ৷ সেইমত 17 ডিসেম্বর থেকে শুরু হওয়া অ্য়াডিলেডে প্রথম টেস্টে তিনি খেলবেন ৷ তারপরেই ভারতে ফিরে আসবেন বিরাট কোহলি ৷ আর তাই প্রাক্তন ইংল্য়ান্ড অধিনায়কের ধারণা, বিরাটের অনুপস্থিতি অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে অনেক সহজে জয় এনে দেবে ৷ এ নিয়ে মাইকেল ভন তাঁর সোশ্য়াল মিডিয়ায় লেখেন, অস্ট্রেলিয়ায় 3 টেস্টের জন্য় থাকছেন না বিরাট কোহলি... তাঁর প্রথম সন্তানের জন্মের সময় সেখানে থাকাটা একদম সঠিক সিদ্ধান্ত... এর অর্থ অস্ট্রেলিয়া খুব সহজেই টেস্ট সিরিজটা জিতে নেবে ৷ সবশেষে হ্য়াশ ট্য়াগ দিয়ে ভন লেখেন, তিনি এটা কথার কথা বলছেন ৷ তবে, ভারতীয় ক্রিকেট ফ্য়ানদের ভনের এই মন্তব্য় খুব একটা পছন্দ হয়নি ৷ তাঁরা এর প্রতিবাদ জানিয়েছে ৷ অনেকেই বলেন, বিরাট কোহলি ছাড়াও ভারতীয় দলে অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা একার হাতে ম্য়াচ জেতাতে সমর্থ ৷

তবে, অ্য়াডিলেডের পিঙ্ক বল টেস্টের আগে তিনটি টি-20 এবং তিনটি ওয়ান’ডে সিরিজ়ের দলে রয়েছেন ভারত অধিনায়ক ৷ ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হচ্ছে 27 নভেম্বর সিডনিতে প্রথম ওয়ান’ডে দিয়ে ৷ 29 নভেম্বর সেখানেই হবে দ্বিতীয় ওয়ান’ডে ম্য়াচ ৷ এরপর ক্য়ানবেরায় 2 ডিসেম্বর শেষ ওয়ান’ডে ৷ তিন ম্য়াচের টি-20 সিরিজ় হবে ক্যানবেরার মানুকা ওভাল স্টেডিয়ামে 4 ডিসেম্বর থেকে সিডনিতে 6 ও 8 ডিসেম্বর শেষ দু’টি টি-20 ম্য়াচ হবে ৷

ABOUT THE AUTHOR

...view details