দিল্লি, 9 ডিসেম্বর : অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে মুগ্ধ প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্য়াপেল ৷ তাঁর মতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাহানের আগ্রাসী মনোভাব ভারতকে অনেক সাহায্য় করবে ৷ বিশেষ করে প্রথম টেস্টের পর অধিনায়ক বিরাট কোহলি ভারতে ফিরে আসার পর ৷
তিনি বলেন, ‘‘আমি রাহানেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট ম্য়াচে অধিনায়কত্ব করতে দেখেছিলাম ৷ এবং সেখানে তিনি দুর্দান্ত অধিনায়কত্ব করেছিলেন ৷ তিনি একজন খুবই আগ্রাসী অধিনায়ক ৷’’ এরপরই অজিঙ্ক রাহানের অধিনায়কত্বের কয়েকটি বৈশিষ্ট্য় তুলে ধরেন চ্য়াপেল ৷ বলেন, ‘‘আমি রাহানের অধিনায়কত্বের কয়েকটি বিশেষ দিক দেখেছি ৷ যেটা আমার সবচেয়ে পছন্দ হয়েছিল যে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নার ভারতীয় বোলারদের উপর চেপে বসেছিলেন ৷ ঠিক সেই সময় কুলদীপ যাদবকে বলে নিয়ে আসেন রাহানে ৷ আর কুলদীপ ওয়ার্নারকে আউট করে দেন ৷ দ্বিতীয় যেটা আমার মনে আছে তা হল, ভারত অনেক অল্প রান তাড়া করছিল এবং খুব দ্রুত কয়েকটি উইকেট পড়ে যায় ৷ তবে রাহানে ক্রিজ়ে এসে অস্ট্রেলিয়ান বোলারদের প্রতি আক্রমণে গিয়ে 20 রানের (27 বলে 38 রান) মতো করেছিলেন ৷