ব্রিসবেন, 20 জানুয়ারি : তাঁর নেতৃত্বেই অজ়ি দুর্গে ক্যাঙারু বধ সেরেছে ভারত ৷ সেই অজিঙ্কে রাহানে সিরিজ় জয়ের কৃতিত্ব দিলেন গোটা দলকে ৷ নির্লিপ্তভাবে বলে দিলেন অধিনায়ক হিসেবে সিরিজ়ে তিনি ভালো কাজ করেছেন। কারণ, সবাই একটা দল হিসেবে খেলেছে ৷ এবং সিরিজ় জয়ে নিজেদের অবদান রেখেছে ৷
অজিঙ্কে রাহানে ও বিরাট কোহলি ৷ দু’জনে দুই বিপরীত ব্যক্তিত্বের অধিকারী ৷ তবে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফেরার পর দারুনভাবে দলকে সামলেছেন রাহানে ৷ বিশেষ করে অ্যাডিলেডে 36 রানের বিপর্যয় সামলে মেলবোর্নেই ঘুরে দাঁড়ায় ভারত ৷
ম্যাচ শেষের সাংবাদিক বৈঠকে তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে নির্লিপ্তভাবে কৃতিত্ব সবার মধ্যে ভাগ করে দেন ৷ বলেন, ‘‘ দেশকে নেতৃত্ব দেওয়া সম্মানের ৷ তবে এটা আমাকে নিয়ে নয়, পুরো দলের জন্য ৷ আমার ভালো লেগেছে, কারণ সবাই অবদান রেখেছে ৷ আমাদের কাছে মাঠে নিজেদের কঠিন মানসিকতার পরিচয় দেওয়া, লড়াকু মনোভাবটা ধরে রাখা চ্যালেঞ্জ ছিল ৷’’
রাহানের শান্ত স্বভাব অ্যাডিলেডের বিপর্যয় কাটাতে দলকে সাহায্য করেছে ৷ এবং তিনি নিশ্চিত করেন, দলের মধ্যে ওই হার নিয়ে যেন কোনও আলোচনা না হয় ৷ মেলবোর্নে ম্যাচ জেতানো শতরান করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ৷ এবং সিরিজ়ে সমতা ফেরান ৷
প্রত্যেকটা ম্যাচের পর চোট আঘাতে দলের সদস্যদের ছিটকে যাওয়া তো ছিলই ৷ তবে রাহানের কথায়, যতটুকু আছে তা দিয়েই লড়তে হবে ৷ তিনি বলেন, ‘‘ অ্যাডিলেড টেস্টের পর এটা সত্যিই কঠিন ছিল ৷ কিন্তু আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল লড়াকু মানসিকতা ধরে রাখার ৷ আমরা ফলাফল নিয়ে বেশি ভাবছিলাম না ৷ আমরা শুধু ভালো ক্রিকেট খেলতে চেয়েছিলাম ৷ তাই এই জয়ের কৃতিত্ব সবার এমনকী সার্পোট স্টাফেদেরও ৷ ’’