দিল্লি, 3 ডিসেম্বর : সিরিজ়ের প্রথম দুই ম্যাচে রান তাড়া করে হার ৷ কিন্তু, শেষ ম্যাচে জয় ছিনিয়ে আনল বিরাট কোহলি ব্রিগেড ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন হার্দিক পাণ্ডিয়া ও রবীন্দ্র জাদেজা ৷ আর জাদেজা ও পাণ্ডিয়ার দুরন্ত ব্যাটিং নজর এড়ায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷
টুইটারে এই দুই ভারতীয় ক্রিকেটারের দরাজ প্রশংসা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ তিনি টুইট করেন, ‘‘ সিরিজ়ে হার সত্ত্বেও এটি ভালো জয় ৷ যেহেতু এটি একটি লম্বা সফর, আশা করি এই জয় মনোবল বাড়াবে ৷ দীর্ঘ সময়ের জন্য জাদেজা ও পাণ্ডিয়া দলের সম্পদ হতে পারে ৷ যে কোনও পজ়িশনে দুরন্ত খেলছে ৷’’