পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হার্দিক ও জাদেজার দরাজ প্রশংসা সৌরভের - Hardik Pandiya

শেষ ওয়ান ডে ম্যাচে পাণ্ডিয়া ও জাদেজা অপরাজিত 150 রানের পার্টনারশিপ গড়েন ৷ অজ়িদের 303 রানের টার্গেট দেয় বিরাট ব্রিগেড ৷

হার্দিক ও জাদেজা
হার্দিক ও জাদেজা

By

Published : Dec 3, 2020, 9:22 AM IST

দিল্লি, 3 ডিসেম্বর : সিরিজ়ের প্রথম দুই ম্যাচে রান তাড়া করে হার ৷ কিন্তু, শেষ ম্যাচে জয় ছিনিয়ে আনল বিরাট কোহলি ব্রিগেড ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন হার্দিক পাণ্ডিয়া ও রবীন্দ্র জাদেজা ৷ আর জাদেজা ও পাণ্ডিয়ার দুরন্ত ব্যাটিং নজর এড়ায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷

টুইটারে এই দুই ভারতীয় ক্রিকেটারের দরাজ প্রশংসা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ তিনি টুইট করেন, ‘‘ সিরিজ়ে হার সত্ত্বেও এটি ভালো জয় ৷ যেহেতু এটি একটি লম্বা সফর, আশা করি এই জয় মনোবল বাড়াবে ৷ দীর্ঘ সময়ের জন্য জাদেজা ও পাণ্ডিয়া দলের সম্পদ হতে পারে ৷ যে কোনও পজ়িশনে দুরন্ত খেলছে ৷’’

শেষ ওয়ান ডে ম্যাচে পাণ্ডিয়া ও জাদেজা অপরাজিত 150 রানের পার্টনারশিপ গড়েন ৷ অজ়িদের 303 রানের টার্গেট দেয় বিরাট ব্রিগেড ৷ পাণ্ডিয়া 76 বল খেলে করেন অপরাজিত 92 রান ৷ অন্যদিকে 50 বলে 66 রানের ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা ৷ পাণ্ডিয়ার ইনিংস সাজানো ছিল 7টি চার ও একটি বিশাল ছক্কায় ৷ অন্যদিকে জাদেজা 5টি চার ও 3টি ছক্কা হাঁকান ৷ অধিনায়ক বিরাট কোহলি করেন 63 রান ৷

49.3 ওভারে 289 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া ৷ যদিও অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল অর্ধশতরান করেন ৷

ABOUT THE AUTHOR

...view details