মুম্বই, 21 ডিসেম্বর : শনিবার ভারতের লজ্জাজনক হার এখন বহুচর্চিত বিষয়। বর্ডার গাভাসকর ট্রফির প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র 36 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস । এটি টেস্ট ক্রিকেট ইতিহাসে ভারতের সর্বনিম্ন স্কোর । আট উইকেটে প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যেই 1-0 ব্যবধানে এগিয়ে অজ়ি বাহিনী ।
এই ব্যাটিং বিপর্যের পর প্রাক্তন মুখ্য নির্বাচক দিলীপ বেঙ্গসরকার একটি সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড়কে অস্ট্রেলিয়া যাওয়ার পক্ষে কথা বলেন । বেঙ্গসরকারের মতে বিসিসিআই-এর উচিত ভারতের প্রাক্তন ব্য়াটিং স্তম্ভ রাহুল দ্রাবিড়কে অস্ট্রেলিয়া পাঠিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের এই ভরাডুবির মধ্যে থেকে তুলে আনা ।
বেঙ্গসরকার বলেন, কোরোনা আবহে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি বন্ধ । এই পরিস্থিতিতে দ্রাবিড়ের পরামর্শ কাজে দেবে খেলোয়াড়দের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে । তিনি বলেন, "অস্ট্রেলিয়ার সুইং পরিস্থিতিতে কীভাবে খেলা উচিত তাঁর থেকে ভালো কেউ বোঝাতে পারবে না। দলের স্বার্থে তাঁর যাওয়া উচিত। নেটে তাঁর উপস্থিতি ও পরামর্শ দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।"