পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লাবুশেনের শতরানে গাব্বায় লড়াইয়ে ফিরেছে অস্ট্রেলিয়া - The Gabba

ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা লাবুশেনেকে ফেরান নটরাজন । তাঁর 204 বলে 108 রানের ইনিংসেই দিনের শেষে লড়াইয়ে ফিরেছে ক্যাঙ্গারু শিবির । লাবুশেনে ফেরার পর দলের হাল ধরেছেন অজি অধিনায়ক টিম পাইন । ক্যামেরুন গ্রিনকে সঙ্গে নিয়ে লড়ছেন পাইন ।

এএ
এএ

By

Published : Jan 15, 2021, 3:25 PM IST

ব্রিসবেন , 15 জানুয়ারি : দিনের প্রথম সেশন ভারতের হলে শেষেরটা অজিদের । মার্নাস লাবুশেনের লড়াকু শতরানে লড়াইয়ে ফিরেছে ব্যাগি গ্রিন শিবির । প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ 5 উইকেট হারিয়ে 274 । গাব্বায় সম্মিলিত অস্ট্রেলিয়া দলের থেকে 290 টি কম টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে মাঠে নেমেছে ভারত । অস্ট্রেলিয়া একাদশের সম্মিলিত টেস্ট সংখ্যা 505 সেখানে ভারতীয় দলের টেস্ট সংখ্যা 215 ।

গাব্বায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া । প্রথম ওভারে ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে অজ়ি শিবিরে প্রথম ধাক্কা দেন মহম্মদ সিরাজ । চলতি বর্ডার গাভাস্কর সিরিজে অস্ট্রেলিয়ার ওপেনিং পার্টনারশিপের গড় মাত্র 18 । অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার ইতিহাসে এটি পঞ্চম নিকৃষ্টতম ওপেনিং পার্টনারশিপ । চলতি সিরিজে অজ়ি ওপেনাররা 50 রানের পার্টনারশিপ করতে পেরেছেন মাত্র 1টি ।

প্রথম উইকেট হারানোর পর মার্কাস হ্যারিস ও মার্নাস লাবুশেন কিছুটা রক্ষণাত্মক খেলছিলেন । সেই সুযোগেই চাপ বাড়ায় ভারত । মার্কাস হ্যারিসকে ফিরিয়ে দ্বিতীয় ধাক্কা দেন শার্দুল ঠাকুর ।

তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথকে সঙ্গীকরে 70 রান যোগ করেন মার্নাস লাবুশেন । ক্রমশ জমে উঠতে থাকা স্মিথকে ফেরেন ওয়াশিংটন সুন্দর । রোহিতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন প্রাক্তন অজ়ি অধিনায়ক ।

চতুর্থ উইকেটে ম্যাথু ওয়েডকে সঙ্গে জুটি বেধে 113 রান যোগ করে অজ়ি শিবিরকে বিপন্মুক্ত করেন লাবুশেনে । চা পানের বিরতির পর ভারতীয় বোলদের উপর ক্রমশ চাপ বাড়াতে থাকে লাবুশেনে ওয়েড জুটি । 195 বলে শতরান করেন মার্নাস । এর পরই 45 রান করে নটরাজনের প্রথম টেস্ট শিকার হয়ে প্যাভেলিয়নে ফেরেন ওয়েড ।

এর পর ফের ধাক্কা নটরাজনের । ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা লাবুশেনেকে ফেরান নটরাজন । তাঁর 204 বলে 108 রানের ইনিংসেই দিনের শেষে লড়াইয়ে ফিরেছে ক্যাঙ্গারু শিবির । লাবুশেনে ফেরার পর দলের হাল ধরেছেন অজি অধিনায়ক টিম পাইন । ক্যামেরুন গ্রিনকে সঙ্গে নিয়ে লড়ছেন পাইন ।

এদিকে ভারতীয় দলের চাপ বাড়িয়ে মাঠ ছেড়েছেন নবদীপ সাইনি । 7 ওভার 5 বল করার পর কুঁচকিতে ব্যথা অনুভব করেন । তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে নবদীপের স্বাস্থ্য পরীক্ষা করা হবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details