দিল্লি, 12 নভেম্বর : বাংলায় একটি প্রবাদ আছে ‘‘ ইচ্ছা থাকলে উপায় হয় ’’৷ কোলাঘাটের দয়ানন্দ গরানি সেই প্রবাদ বাক্যকেই সত্যি করে দেখালেন ৷ বেশি দিনের কথা নয়, কলকাতার ব্যস্ততম রাস্তায় গ্রিন পুলিশ হিসেবে ট্র্যাফিক সামলাতেন ৷ সেই গরানি বর্তমানে আগামী অস্ট্রেলিয়া সফরে ভারতের থ্রোডাউন এক্সপার্ট ৷
ভারত, এমন একটি দেশ, যেখানে প্রতিটি শিশু বড় হয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে ৷ গরানিও এমনই ভেবেছিলেন ৷ তবে অনেকের মতোই তাঁর ক্রিকেট কেরিয়ার স্বপ্নের উড়ান নেয়নি ৷ তবে নিজের স্বপ্নের পূরণের আশা ছাড়েননি ৷ ক্রিকেটার হিসেবে না হোক, সাপোর্ট স্টাফ হিসেবেও ভারতের জাতীয় দলে থাকতে চেয়েছিলেন গরানি ৷ বর্তমানে তিনি বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারার মতো ক্রিকেটারদের অজ়ি সফরে প্রস্তুতি নিতে সাহায্য করবেন ৷
পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এলাকার জামাটিয়া গ্রামের কৃষক পরিবারের সন্তান দয়ানন্দ গরানি ৷ ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাওয়ার কথা শোনার পর উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি ৷
থ্রোডাউন এক্সপার্ট হিসেবে ভারতীয় দলে তাঁর নতুন ইনিংস শুরু করতে চলেছেন ৷ তবে তিনি থ্রোডাউন তাঁর কাছে কোনও নতুন বিষয় নয় ৷ জাতীয় দলে যোগ দেওয়ার আগে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে কাজ করেছেন ৷ IPL থেকে KXIP ছিটকে যাওয়ার পর দেশে ফেরার প্রস্তুতি শুরু করেছিলেন দয়ানন্দ গরানি ৷ কিন্তু তখনই জাতীয় দলে যাওয়ার জন্য BCCI -র থেকে ডাক পান তিনি ৷ তবে রেগুলার থ্রোডাউন এক্সপার্ট রাঘবেন্দ্র কোরোনা আক্রান্ত হওয়ায় গরানির কাছে সুযোগ চলে আসে ৷