মেলবোর্ন, 23 ডিসেম্বর : চোটের কারণে ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট থেকেও ছিটকে গেলেন শেন অ্যাবট এবং ডেভিড ওয়ার্নার । তবে দুজনেরই তৃতীয় টেস্টে ফেরার সম্ভাবনা রয়েছে ।
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে চলাকালীন চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ওয়ার্নারকে । ওই সিরিজ়ের তৃতীয় ম্যাচ এবং তারপর আয়োজিত হওয়া তিন ম্যাচের টি-20 সিরিজ়ের কোনও ম্যাচেই ফিরতে পারেননি অস্ট্রেলিয়ান বাঁ হাতি তারকা ব্যাটসম্যান । কথা ছিল প্রথম দিন রাতের টেস্ট না খেলে পুরোপুরি ফিট হয়ে দ্বিতীয় ম্যাচ থেকে দলের সঙ্গে যোগ দেবেন তিনি । কিন্তু তা হল না । এবার দ্বিতীয় ম্যাচেও ফিরতে পারলেন না তিনি । অন্যদিকে ওয়ার্ম আপ ম্যাচে চোট পেয়েছিলেন অ্যাবট ।
চোট সমস্যা কাটিয়ে ফেরার জন্য ওয়ার্নার ও অ্যাবট অস্ট্রেলিয়া দলের জৈব বলয়ের বাইরে ছিলেন । সেই কারণে দলের সঙ্গে সিরিজের দ্বিতীয় ম্যাচে যোগ দিতে পারবেন না তাঁরা । যদিও নিউ সাউথ ওয়েলস স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন অনুসারে যে সমস্ত জায়গা "হটস্পট"-এর আওতায় পড়ে, তার কোনওটিতেই এই খেলোয়াড়রা ছিলেন না । কিন্তু অস্ট্রেলিয়া দলের জৈব বলয় নিয়মের ভিত্তিতে তারা দলের সঙ্গে যোগ দিতে পারবেন না ।
আরও পড়ুন : ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত শামি
সিডনিতে কোরোনার সংক্রমণ বাড়ার জল্পনা সত্যি হলে সেক্ষেত্রে জানুয়ারির 7 তারিখ থেকে অনুষ্ঠিত হওয়া তৃতীয় টেস্ট মেলবোর্নে হতে পারে । সিরিজের দ্বিতীয় ম্যাচ 26 ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে ।