মুম্বই, 16 ডিসেম্বর : প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন বিরাট কোহলি ৷ তার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টেস্টে ভারতীয় দলের নেতৃত্বে দেখা যাবে অজিঙ্কা রাহানেকে ৷ আর সিরিজ় শুরুর আগে সেই রাহানের প্রশংসা শোনা গেল সচিন তেন্ডুলকরের গলায় ৷ সচিনের কথায়, রাহানের ক্রিকেট মস্তিষ্ক অসাধারণ ৷ তাঁর নিজের আগ্রাসনের উপর ভালো দখল আছে রাহানের ৷
ধরমশালায় স্টপগ্য়াপ অধিনায়ক হিসেবে রাহানেকে দেখেছিলেন মাস্টার ব্লাস্টার ৷ এবং তা দেখেই আশাবাদী তিনি ৷ একটি ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘‘এটা একটু আলাদা হতে চলেছে ৷ অজিঙ্কা রাহানের সঙ্গে কথা বলে যা বুঝেছি ও খুব বুদ্ধিমান ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন ৷