কলকাতা, 11 জানুয়ারি : যে কোনও পেশার বিখ্যাত প্রাক্তনের জন্মদিন মানে সোশাল মিডিয়ায় শুভেচ্ছার ছড়াছড়ি। সোমবার ঘড়ির কাঁটা রাত 12টা পার হতেই রাহুল দ্রাবিড়ও শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করেন। কিন্তু ভারতীয় ক্রিকেট দলে তাঁর উত্তরসূরীরা যে তাঁর জন্মদিনকেই এতটা প্রাসঙ্গিক করে তুলবেন, তা হয়ত আজ সকালেও টের পাননি মিস্টার ডিপেন্ডবল।
এক সময় পরের পর টেস্ট ম্যাচে যে ভূমিকায় দেখা যেত তাঁকে, সোমবার সেই ভূমিকাই পালন করলেন তিন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী ও রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচ বাঁচাতে বিপক্ষের সামনে দেওয়ালের মতো দাঁড়িয়ে পড়তেন বলেই তো রাহুল দ্রাবিড় এখনও ভারতীয় ক্রিকেটে দ্য ওয়াল নামে পরিচিত। আর এদিন সিডনির মাঠে ভারতের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্য ওয়াল হয়ে উঠলেন পূজারা, হনুমা ও অশ্বিন। আর যা দেখে গোটা বিশ্বের ক্রিকেট বিশেষজ্ঞ থেকে অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ক্রিকেট দলের।
সিডনি টেস্টের পঞ্চম তথা শেষদিন ছিল আজ, সোমবার। ভারত যখন ব্যাট করতে নামে, তখন ক্রিজে পূজারা ও অধিনায়ক রাহানে রয়েছেন। কিন্তু, দিনের খেলা শুরুর কয়েক ওভারের মধ্যে আউট হয়ে যান অধিনায়ক রাহানে। তখন ভারতের রান 102। জয়ের জন্য প্রয়োজন আরও 307 রান। তখনও 85 ওভার খেলতে হবে।