পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"স্মরণীয় জয়", 5 কোটি টাকার বোনাস ঘোষণা করে টুইট সৌরভের - সৌরভ গঙ্গোপাধ্য়ায়

সৌরভ লেখেন, ‘‘স্মরণীয় জয়...অস্ট্রেলিয়া গিয়ে সেখানে টেস্ট সিরিজ় জয় এবং সেটা দাপটের সঙ্গে মোটেই সহজ নয় । এই জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে। বিসিসিআই পাঁচ কোটি টাকা বোনাস হিসেবে ঘোষণা করছে । তবে টাকার অঙ্কে এই জয় মাপা সম্ভব নয় । দলের প্রত্যেক সদস্যকে অভিনন্দন।"

s
s

By

Published : Jan 19, 2021, 3:47 PM IST

Updated : Jan 19, 2021, 5:02 PM IST

ব্রিসবেন, 19 জানুয়ারি : অস্ট্রেলিয়ার মাটিতে 2-1-এ টেস্ট সিরিজ় জয়ের পুরস্কার পেল ভারতীয় ক্রিকেট দল ৷ আজ 5 কোটি টাকা বোনাস দেওয়ার কথা ঘোষণা করল বিসিসিআই ।

আজ ম্য়াচ শেষের পরই ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ শুভেচ্ছা বার্তায় এই ম্য়াচকে ‘স্মরণীয় জয়’ বলে উল্লেখ করেন তিনি ৷ তিনি লেখেন, ‘‘স্মরণীয় জয়...অস্ট্রেলিয়া গিয়ে সেখানে টেস্ট সিরিজ় জয় এবং সেটা দাপটের সঙ্গে মোটেই সহজ নয় । এই জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে। বিসিসিআই পাঁচ কোটি টাকা বোনাস হিসেবে ঘোষণা করছে । তবে টাকার অঙ্কে এই জয় মাপা সম্ভব নয় । দলের প্রত্যেক সদস্যকে অভিনন্দন।"

আরও পড়ুন : গাব্বায় 'নতুন' ভারতের সূর্যোদয়

হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় বর্তমানে বাড়িতেই রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । সেখান থেকেই ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সের খবর রাখছিলেন। মেলবোর্নে জয়ের পর ভারতীয় দলের প্রশংসা করেছিলেন । এমনকী সিডনিতে হারা ম্য়াচ ড্র করার পর চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিনের ভূয়সী প্রশংসা করেছিলেন। অশ্বিন চোটের জন্য শেষ টেস্টে খেলতে পারেননি। তবে আজও নিজের নামের প্রতি সুবিচার করলেন চেতেশ্বর পূজারা ৷ একদিকে যখন তরুণ ব্রিগেড আক্রমণাত্বক ক্রিকেট খেলে জয়ের দিকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন উইকেটের অপরদিকে মাটি কামড়ে পড়ে থাকেন তিনি । আর ঋষভ পন্থ তো জয়ের রাজপথে রোলস রয়েস চালালেন । মেলবোর্নে জয়ের পর সৌরভ গঙ্গোপাধ্য়ায় বলেছিলেন এবার সিরিজ় জয়ের সময় হয়েছে। আর তার কথা মিলে গেল ব্রিসবেনে। যা সব অর্থেই "স্মরণীয়।"

Last Updated : Jan 19, 2021, 5:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details