ক্য়ানবেরা, 4 ডিসেম্বর : প্রথমে তিনি প্রথম একাদশেই ছিলেন না । কনকাশন-পরিবর্ত হিসেবে দলে ঢুকেছিলেন । আর জাদেজার পরিবর্ত হিসাবে দলে আসা সেই যুজবেন্দ্র চহালের ঘূর্ণিতেই দিশেহারা অস্ট্রেলিয়া । দল জিতল । গুরুত্বপূর্ণ মুহূর্তে তিন উইকেট তুলে চহাল ম্যাচের সেরা ।
ওয়ানডে সিরিজ়ে শেষ ম্যাচ জয়ের ধারা বজায় রাখল ভারত ৷ টি -20 সিরিজের প্রথম ম্যাচে অজ়িদের 11 রানে হারাল মেন ইন ব্লুজ় ব্রিগেড ৷ একই সঙ্গে তিন ম্যাচের সিরিজ়ে 1-0 ব্যবধানে এগিয়ে গেল কোহলির দল ৷ প্রথমে ব্য়াট করে 7 উইকেট হারিয়ে 161 রান তোলে ভারত ৷ জবাবে অস্ট্রেলিয়া শুরুটা ভালো করলেও, মাঝের ওভারে দ্রুত উইকেট খুইয়ে চাপে পড়ে যায় ৷ তাঁদের ইনিংস শেষ হয় 7 উইকেটে 150 রানে ৷
শেষ ওয়ান’ডে ম্যাচ থেকে আজ কয়েকটি পরিবর্তন করে ভারত ৷ দলে ফেরেন মহম্মদ শামি ৷ বিশ্রাম দেওয়া হয় জসপ্রীত বুমরাকে ৷ প্রথম একাদশে জায়গা করে নেন দীপক চাহার, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহালরা ৷ অভিষেক হয় আইপিএলে দুর্দান্ত খেলা টি নটরাজনের ৷ শেষ ওয়ানডে ম্যাচে ভালো খেলার উপহার পেলেন তিনি ৷ আর সেই সুযোগ লুটে নিলেন হায়দরাবাদের এই তরুণ ৷ ডি‘আর্সি শর্ট এবং ম্য়াক্সওয়েলের গুরুত্বপূর্ণ উইকেট সহ মোট 3টি উইকেট নেন নটরাজন ৷ বল হাতে সফল হয়েছেন ডান হাতি লেগ স্পিনার যুজবেন্দ্র চহাল ৷ তিনি 25 রান দিয়ে 3 উইকেট নেন ৷ অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সফল মোজ়েস হেনরিকস ৷
অন্য়দিকে প্রথম ইনিংসে ব্য়াটিং করতে নেমে শুরুতেই ধাওয়ানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷ তবে পাওয়ার প্লের শেষ দিকে খোলস ছেড়ে বেরিয়ে আসেন লোকেশ রাহুল ৷ রাহুল 40 বলে 51 রান করেন ৷ অন্যদিকে প্রথম টি-20 ম্যাচে শান্তই থাকল বিরাটের ব্যাট ৷ মাত্র 9 রানেই ফিরলেন অধিনায়ক ৷ ভারতীয় ব্য়াটিংয়ে ওপেনার কে এল রাহুল এবং লোয়ার মিডল অর্ডারে রবীন্দ্র জাদেজা ছাড়া কেউই সফল হতে পারেননি ৷