সিডনি, 27 নভেম্বর : হার্দিক ঝড়েও শেষ রক্ষা হল না । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে 66 রানে হারতে হল বিরাট-ভারতকে । প্রথমে স্মিথ ও ফিঞ্চের জোড়া ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া 50 ওভারে 374 রান করে । মহম্মদ শামির 3 উইকেট ছাড়া কোহলিদের বোলিং-এ কোনও উল্লেখযোগ্য অবদান নেই । বল হাতে বুমরার ব্যর্থতা আরও চাপে ফেল দেয় কোহলিদের । জবাবে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে তোলে 308 রান । হার্দিকের 90 ও ধাওয়ানের 74 রান ছাড়া তেমন রান পাননি কেউই । যশ হ্যাজ়ালহুড 3 টি এবং জ্যা়ম্পা 4 টি করে উইকেট পান ।
ব্যর্থ বুমরা, কাজে এল না হার্দিক-শিখরের লড়াই - ভারত
374 রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে তোলে 308 রান । হার্দিকের 90 ও ধাওয়ানের 74 রান ছাড়া তেমন রান পাননি কেউই । মহম্মদ শামির 3 উইকেট ছাড়া কোহলিদের বোলিং-এ কোনও উল্লেখযোগ্য অবদান নেই ।
375 রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন দুই ওপেনার । প্রথম পাঁচ ওভারের মধ্যেই 50 রান তোলে ভারত । এরপর যশ হ্যাজ়ালহুডের বিধ্বংসী বোলিং ভেঙে দেয় ভারতের টপ অর্ডারকে । হ্যাজ়ালহুডের শর্ট বলের কোনও জবাব ছিল না ময়াঙ্ক-কোহলি-শ্রেয়সদের কাছে । অধিনায়ক কোহলি করেন 21 রান । আইপিএল-এ ফর্মে থাকা কে এল রাহুলকেও জলদি প্যাভিলিয়নে ফেরান জ্যা়ম্পা ।
মাত্র 101 রানে 4 উইকেট হারানোর পর ম্যাচের হাল ধরেন অপরদিকে থাকা শিখর ও হার্দিক । পঞ্চম উইকেটে দু'জনে 128 রান যোগ করেন । 86 বলে 74 রানে জ্যা়ম্পার বলে ক্যাচ আউট হন শিখর ধাওয়ান । শতরান হাতছাড়া হয় হার্দিকের । 76 বলে 90 রানের ঝোড়ো ইনিংস খেলে জ্যা়ম্পার বলে ক্যাচ আউট হন হার্দিক । 7 টি চার ও 6 টি ছয় দিয়ে সাজানো ছিল হার্দিকের ইনিংস ।