পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে অস্ট্রেলিয়া ফেভারিট : ওয়াসিম আক্রম - India

আক্রমের মতে ভারতের বোলিং ও দুরন্ত ৷ বোলিংয়ের নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা ৷ এছাড়া মহম্মদ শামি, নভদীপ সাইনির মতো বোলার আছে ৷

ওয়াসিম আক্রম
ওয়াসিম আক্রম

By

Published : Nov 7, 2020, 8:11 PM IST

করাচি, 7 নভেম্বর : ভারত বনাম অস্ট্রেলিয়া, বর্ডার-গাভাসকার সিরিজ়ে অজ়িদের পাল্লা ভারী ৷ এমনটাই মনে করেন পাকিস্তানের প্রাক্তন পেস বোলার ওয়াসিম আক্রম ৷ যদিও ডিসেম্বর - জানুয়ারি পর্যন্ত চলা সিরিজ়ে ভালো লড়াই হবে বলেই আশাবাদী আক্রম ৷

চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3টি ওয়ানডে, 3টি টি-20 ও 4টি টেস্ট খেলবে ভারত ৷ 17 ডিসেম্বর অ্যাডিলেড ওভালে গোলাপি বলে দিন রাতের টেস্ট দিয়ে ইন্দো-অজ়ি টেস্ট সিরিজ় শুরু হচ্ছে ৷

একটি সাক্ষাৎকারে আক্রম বলেন, ‘‘ আমি মনে করি অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা বিশ্বের সেরা ৷ ওদের কাছে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেজ়েলউডের মতো বোলার আছে ৷ এটা কঠিন লড়াই হতে চলেছে ৷ তবে আমি মনে করি অস্ট্রেলিয়া ফেভারিট ৷’’

তবে আক্রমের মতে ভারতের বোলিংও দুরন্ত ৷ বোলিংয়ের নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা ৷ এছাড়া মহম্মদ শামি, নভদীপ সাইনির মতো বোলার আছে ৷

ভারতীয় দলের আত্মবিশ্বাস নিয়েও কথা বলেছেন আক্রম ৷ তিনি বলেন, ‘‘ ভারতীয় দল আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ৷ ওদের শারীরিক ভাষার পরিবর্তন হয়ে গেছে ৷ একটা দল হিসেবে ওদের আত্মবিশ্বাস আছে ৷ ঠিক যেমনটা 90-র দশকে আমাদের ছিল ৷ বিরাটদের শারীরিক ভাষা দেখে বোঝা যায় ওদের কঠিন পরিশ্রমের উপর আস্থা আছে ৷ আমি বলব, ‘ইন্ডিয়ান ক্রিকেটারস থোড়া বদমাশ হো গায়ে ৷ ’’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরই অস্ট্রেলিয়ায় পাড়ি দেবে বিরাট এন্ড কম্পানি ৷ 2018 সালে অজ়িদের বিরুদ্ধে 2-1 ব্যবধানে সিরিজ় জিতেছিল ভারত ৷ তবে সেই সিরিজ়ে বল বিকৃতির দায়ে নির্বাসনে থাকার জন্য স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার খেলেননি ৷

স্মিথ ও ওয়ার্নার দলে ফিরলে শক্তি আরও বাড়বে বলে সম্মতি দেন আক্রম ৷ কিন্তু পিচের উপর অনেক কিছু নির্ভর করবে বলেও দাবি করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details