সিডনি, 30 ডিসেম্বর :ম্যাচ শেষ হয়ে গেলেও আপাতত মেলবোর্নেই থাকতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে। বুধবার এই কথাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী সিইও নিক হকলে। তিনি জানিয়ছেন, আপাতত দুইদিন ভারতীয় দল সেখানে থাকবে। নতুন বছরের আগে সিডনিতে যাচ্ছে না ভারতীয় দল। সেই কারণেই আপাতত মেলবোর্নেই তৃতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিচ্ছে ভারত। ম্যাচ শুরুর 72 ঘণ্টা আগে অজিঙ্কা রাহানে সিডনিতে পৌঁছবেন।
অস্ট্রেলিয়ায় ভারত খেলছে চার ম্যাচের টেস্ট সিরিজ়। প্রথম দুটি ম্যাচ হয়েছে অ্যাডিলেড ও মেলবোর্নে । তৃতীয় টেস্ট হওয়ার কথা সিডনিতে। কিন্তু কোরোনা সংক্রমণ সংক্রান্ত বিষয়ে সিডনির টেস্ট নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। কিন্তু সেই অনিশ্চিয়তা কেটে গিয়েছে। হকলে জানিয়েছেন, কুইন্সল্যান্ড সরকার ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে এক সপ্তাহ ধরে আলোচনার পর সিডনিতেই তৃতীয় টেস্ট করার বিষয়ে সিদ্ধান্ত হয়।