পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সিডনির তৃতীয় টেস্টের প্রস্তুতি মেলবোর্নেই সারবে রাহানের ভারত - ভারত

এদিকে মাঠ নিয়ে যখন টানাপোড়েন চলছিল, তখন মাঠের মধ্যে ভারত ও অস্ট্রেলিয়ার লড়াই জমে উঠেছে। অ্যাডিলেডে ভারতকে হারায় অস্ট্রেলিয়া। আবার মেলবোর্নে তারা হেরে গিয়েছে। সিরিজ় 1-1। সিডনিতে তৃতীয় টেস্ট শুরু জানুয়ারির 7 তারিখ।

aus-vs-ind-players-to-train-in-melbourne-before-moving-to-sydney-for-3rd-test
সিডনির তৃতীয় টেস্টের প্রস্তুতি মেলবোর্নেই সারবে রাহানের ভারত

By

Published : Dec 30, 2020, 2:28 PM IST

সিডনি, 30 ডিসেম্বর :ম্যাচ শেষ হয়ে গেলেও আপাতত মেলবোর্নেই থাকতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে। বুধবার এই কথাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী সিইও নিক হকলে। তিনি জানিয়ছেন, আপাতত দুইদিন ভারতীয় দল সেখানে থাকবে। নতুন বছরের আগে সিডনিতে যাচ্ছে না ভারতীয় দল। সেই কারণেই আপাতত মেলবোর্নেই তৃতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিচ্ছে ভারত। ম্যাচ শুরুর 72 ঘণ্টা আগে অজিঙ্কা রাহানে সিডনিতে পৌঁছবেন।

অস্ট্রেলিয়ায় ভারত খেলছে চার ম্যাচের টেস্ট সিরিজ়। প্রথম দুটি ম্যাচ হয়েছে অ্যাডিলেড ও মেলবোর্নে । তৃতীয় টেস্ট হওয়ার কথা সিডনিতে। কিন্তু কোরোনা সংক্রমণ সংক্রান্ত বিষয়ে সিডনির টেস্ট নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। কিন্তু সেই অনিশ্চিয়তা কেটে গিয়েছে। হকলে জানিয়েছেন, কুইন্সল্যান্ড সরকার ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে এক সপ্তাহ ধরে আলোচনার পর সিডনিতেই তৃতীয় টেস্ট করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

তবে একান্তই সিডনিতে টেস্ট করা না গেলে, ওই ম্য়াচ মেলবোর্নে করার পরিকল্পনা করে রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এর জন্য স্থানীয় স্তরে কথাবার্তাও বলা হয়েছিল বলে হকলের দাবি। কিন্তু সিডনিতে যাতে ম্যাচ করা যায় এই নিয়ে শেষ চেষ্টা করে গিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই মেলবোর্নে টেস্ট শেষ হওয়ার পরদিনই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন:রাহানের অধিনায়কত্ব নিয়ে অস্ট্রেলিয়ান তারকাদের দরাজ প্রশংসা শুনে আপ্লুত গাভাসকর

এদিকে মাঠ নিয়ে যখন টানাপোড়েন চলছিল, তখন মাঠের মধ্যে ভারত ও অস্ট্রেলিয়ার লড়াই জমে উঠেছে। অ্যাডিলেডে ভারতকে হারায় অস্ট্রেলিয়া। আবার মেলবোর্নে তারা হেরে গিয়েছে। সিরিজ় 1-1। সিডনিতে তৃতীয় টেস্ট শুরু জানুয়ারির 7 তারিখ। ভারত ও অস্ট্রেলিয়ার ক্রীড়াপ্রেমীদের নজর এখন সেইদিকে। এখন দেখার ওই ম্যাচ জিতে সিরিজ়ে কোন দল এগিয়ে যায়।

ABOUT THE AUTHOR

...view details