পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বক্সি ডে টেস্টের দ্বিতীয় দিনে রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক পেইন - মিচেল স্ট্রাক

প্রাক্তন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট 150 জনকে আউট করতে 36টি ইনিংস নিয়েছিলেন। ফলে স্বদেশি গিলির থেকে এগিয়ে গেলেন পেইন। কিন্তু সার্বিকভাবে তিনি গিলক্রিস্টের চেয়ে অনেক পিছনে রয়েছেন।

aus-vs-ind-paine-becomes-fastest-wicketkeeper-to-150-test-dismissals
বক্সি ডে টেস্টের দ্বিতীয় দিনে রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক পেইন

By

Published : Dec 27, 2020, 9:02 PM IST

মেলবোর্ন, 27 ডিসেম্বর: উইকেটের পিছনে দাঁড়িয়ে সবচেয়ে তাড়াতাড়ি 150 জনকে আউট করার রেকর্ড করলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন। মেলবোর্নে ভারতের বিরুদ্ধে তিনি এই রেকর্ড করেন । ভারতের ইনিংসের 60তম ওভারে মিচেল স্টার্কের বলে আউট হন ঋষভ পন্থ। ক্যাচ নেন পেইন। তখনই তিনি এই রেকর্ড গড়েন। এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের দখলে। তিনি এই রেকর্ড গড়তে নিয়েছিলেন 34টি ইনিংস। আর টিম পেইন এই নজির গড়লেন 33টি ইনিংসে।

প্রাক্তন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট 150 জনকে আউট করতে 36টি ইনিংস নিয়েছিলেন। ফলে স্বদেশি গিলির থেকে এগিয়ে গেলেন পেইন। কিন্তু সার্বিকভাবে তিনি গিলক্রিস্টের চেয়ে অনেক পিছনে রয়েছেন। উইকেটরক্ষক হিসেবে গিলক্রিস্টের শিকার 416 জন ব্যাটসম্যান। আর টিম পেইন সেখানে 250-এ রয়েছেন। এই তালিকায় গিলক্রিস্টের স্থান দুই নম্বরে। এক নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (555)।

আরও পড়ুন: "টেস্ট ক্রিকেট অ্যাট ইটস বেস্ট", রাহানের ইনিংসে মুগ্ধ বিরাট

আজ ছিল বক্সি ডে টেস্টের দ্বিতীয় দিন। দিনের শেষে ভারতের স্কোর পাঁচ উইকেট হারিয়ে 277। অধিনায়ক অজিঙ্কে রাহানে 104 রানে অপরাজিত রয়েছেন। 40 রান করে ক্রিজ়ে রয়েছেন রবীন্দ্র জাদেজা। ভারতের লিড 82 রান।

ABOUT THE AUTHOR

...view details