পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বক্সিং ডে টেস্টে প্রতিদিনের দর্শক সংখ্য়া বাড়াল ক্রিকেট অস্ট্রেলিয়া - ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বলা হয়, ‘‘অসংখ্য় ক্রিকেট ভক্তকে এমসিজি-তে স্বাগত জানাতে পেরে আমরা খুবই আনন্দিত ৷’’ আগামী 17 ডিসেম্বর থেকে অ্য়াডিলেড স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ় ৷ প্রথম টেস্ট দিনরাতের হবে ৷ সেই টেস্টে স্টেডিয়ামে পঞ্চাশ শতাংশ দর্শক রোজ মাঠে আসতে পারবেন ৷ অন্য়দিকে, ব্রিসবেন টেস্টে প্রায় 75 শতাংশ দর্শক রোজ স্টেডিয়ামে আসতে পারবে ৷

aus-vs-ind-boxing-day-test-crowd-capacity-increased-to-30000-per-day
বক্সিং ডে টেস্টে প্রতিদিনের দর্শক সংখ্য়া বাড়াল ক্রিকেট অস্ট্রেলিয়া

By

Published : Dec 10, 2020, 1:47 PM IST

মেলবোর্ন, 10 ডিসেম্বর : অস্ট্রেলিয়া বনাম ভারত দ্বিতীয় তথা বক্সিং ডে টেস্ট ম্য়াচে দর্শক সংখ্য়া বাড়ালো ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ আজ অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ডের তরফে একথা জানানো হয়েছে ৷ দর্শক সংখ্য়া বাড়িয়ে প্রতিদিন 30,000 হাজার করা হয়েছে ৷ 26 ডিসেম্বর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে বক্সিং ডে টেস্ট ৷ এর আগে কোরোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিদিন পঁচিশ হাজার দর্শককে স্টেডিয়ামে আসার অনুমতি দেওয়া হয়েছিল ৷ সেই সংখ্য়াটাই এবার বাড়ানোর হল ৷

এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বলা হয়, ‘‘অসংখ্য় ক্রিকেট ভক্তকে এমসিজি-তে স্বাগত জানাতে পেরে আমরা খুবই আনন্দিত ৷’’ আগামী 17 ডিসেম্বর থেকে অ্য়াডিলেড স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ় শুরু হচ্ছে ৷ প্রথম টেস্ট দিনরাতের হবে ৷ সেই টেস্টে স্টেডিয়ামে পঞ্চাশ শতাংশ দর্শক রোজ মাঠে আসতে পারবেন ৷ অন্য়দিকে, ব্রিসবেন টেস্টে প্রায় 75 শতাংশ দর্শক রোজ স্টেডিয়ামে আসতে পারবে ৷

আরও পড়ুন : রাহানের আগ্রাসী অধিনায়কত্বে মুগ্ধ ইয়ান চ্য়াপেল

প্রসঙ্গত, 27 নভেম্বর থেকে শুরু হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ়ে 1-2 ফলাফলে ওয়ান’ডে সিরিজ় জেতে অস্ট্রেলিয়া ৷ এরপর টি-20-তে ভারত পাল্টা 2-1এ সিরিজ় নিজেদের নামে করে ৷

ABOUT THE AUTHOR

...view details