পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোন পথে স্মিথের উইকেট নিচ্ছেন অশ্বিন ? খোলসা করলেন সুনীল গাভাসকার - অস্ট্রেলিয়া ব্যাটসম্যান স্টিভ স্মিথ

কিংবদন্তি ভারতীয় প্রাক্তন ব্যাটসম্যান সুনীল গাভাসকর মনে করছেন, স্মিথকে হাত খুলে খেলতে দেননি অশ্বিন ৷ এবং স্মিথকে অফস্টাম্পে খেলতে দেননি ৷ ফলে লেগ সাইডে খেলতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন স্মিথ ৷

কোন পথে স্মিথের উইকেট নিচ্ছেন অশ্বিন
কোন পথে স্মিথের উইকেট নিচ্ছেন অশ্বিন

By

Published : Dec 26, 2020, 9:58 PM IST

মেলবোর্ন, 26 ডিসেম্বর : পরপর দুই ম্যাচ ৷ অস্ট্রেলিয়া ব্যাটসম্যান স্টিভ স্মিথ বড় রান করতে পারেননি ৷ এমনকী বক্সিং ডে টেস্টেও প্রথম দিনেই শূন্য রানে ফিরতে হয়েছে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানকে ৷ আর এই তিন ইনিংসেই স্মিথকে থামিয়ে রেখেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷

কিংবদন্তি সুনীল গাভাসকার মনে করছেন, স্মিথকে হাত খুলে খেলতে দেননি অশ্বিন ৷ এবং স্মিথকে অফস্টাম্পে খেলতে দেননি ৷ ফলে লেগ সাইডে খেলতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন স্মিথ ৷

শনিবার বক্সিং ডে টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে শূন্য রানে ফেরেন স্মিথ ৷ অশ্বিন তাঁর উইকেট তুলে নেন ৷ এই প্রথমবার টেস্টে ভারতের বিরুদ্ধে শূন্য রানে ফিরলেন এই অজ়ি ব্যাটসম্যান ৷ দুরন্ত স্পিন ও বাউন্সের যুগলবন্দিতে লেগ স্লিপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্মিথ ৷

তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের 22 গজে প্রথম দিনেই এত টার্ন দেখে অবাক গাভাসকার ৷ তিনি স্মিথের আউটের ব্যাখ্যাও দিলেন ৷

আরও পড়ুন :-বক্সিং ডে টেস্টে ভালো শুরু ভারতের, টুইটে প্রশংসা বিরাটের

গাভাসকর বলেন, ‘‘সবার প্রথমে বলতে চাই, এমসিজি প্রথম দিনে ভারতীয় স্পিনাররা এত টার্ন পাচ্ছে দেখে খানিকটা অবাক হলাম ৷ অশ্বিন সোজাসুজি মিডল ও লেগস্টাম্পে বোলিং করছিলেন ৷ এবং অফসাইডে খেলা থেকে স্মিথকে বিরত রাখছিলেন ৷ যদি স্মিথের আউটটা দেখলে বোঝা যায়, রান করতে গিয়ে নিজের শট কন্ট্রোল করতে পারেননি তিনি ৷’’

প্রথম দিনের খেলার শেষে ভারত 1 উইকেটের বিনিময়ে 36 রান করেছে ৷ 28 রান করে ক্রিজ়ে আছেন শুভমন গিল ৷ অন্যদিকে 7 রান করে তাঁকে সঙ্গত দিচ্ছেন চেতেশ্বর পূজারা ৷ এখনও অজ়িদের থেকে 159 রানে পিছিয়ে আছে ভারত ৷ হাতে আছে 9টি উইকেট ৷ অজ়ি বোলার মিচেল স্টার্ক তুলে নিয়েছেন ময়ঙ্ক আগরওয়ালের উইকেট ৷

ABOUT THE AUTHOR

...view details