পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লজ্জার 36, জয় দিয়ে সিরিজ় শুরু অস্ট্রেলিয়ার - Team India

প্যাট কামিন্সের বলে ক্যামেরুন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে 4 রানে মাঠ ছাড়েন অধিনায়ক বিরাট কোহলি ।  ঋদ্ধিমান সাহা, অশ্বিন সফল না হওয়ায় 8 উইকেটের বিনিময়ে মাত্র 26 রান তোলে ভারত । শেষে শামি ডান হাতে চোট পেয়ে মাঠ ছাড়ায় 36 রানে 9 উইকেটে শেষ হয় ভারতীয় ইনিংস ।

AUS vs IND, 1st Test
36 রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস

By

Published : Dec 19, 2020, 11:26 AM IST

Updated : Dec 20, 2020, 7:24 AM IST

অ্যাডিলেড , 19 ডিসেম্বর : তৃতীয় দিনে ভারতকে কার্যত হেলায় হারিয়ে বর্ডার গাভাসকার ট্রফিতে জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার । যশ হ্য়াজ়েলহুড ও প্যাট কামিন্সের বিধ্বংসী বোলিং এর সামনে ছত্রভঙ্গ বিরাট ব্রিগেড । অ্যাডিলেডের দ্বিতীয় ইনিংসে মাত্র 36 রানে গুঁটিয়ে যায় ভারতীয় ব্যাটিং । চতুর্থ ইনিংসে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে মাত্র 90 রানের লক্ষ্যমাত্রা ছিল । ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বোনিম্ন স্কোর এটাই । এর আগে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল 42 রান । যা এসেছিল 1974 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ।


গতকালের পর 9 রানে 1 উইকেটে ইনিংস শুরু করে ভারত । শুরুতেই বুমরাকে 2 রানে এবং তারপর ক্রিজে আসা পূজারাকে 0 রানে ফেরায় প্যাট কামিন্স । পূজারা আউটের পরের ওভারেই ময়াঙ্ক আগরওয়ালকে 9 রানে এবং সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানেকে 0 রানে ফিরিয়ে ভারতীয় ব্যাটিং-এর মেরুদণ্ড কার্যত ভেঙে দেয় যশ হ্যাজেলহুড । অ্যাডিলেড ওভালের স্কোর বোর্ডে তখন 15/5 ।



আরও পড়ুন : অশ্বিনের ঘূর্ণি ও উমেশ-বুমরার গতিতে 191 রানে শেষ অস্ট্রেলিয়ার ইনিংস

প্যাট কামিন্সের বলে ক্যামেরুন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে 4 রানে মাঠ ছাড়েন অধিনায়ক বিরাট কোহলি । ঋদ্ধিমান সাহা, অশ্বিন সফল না হওয়ায় 8 উইকেটের বিনিময়ে মাত্র 26 রান তোলে ভারত । শেষে শামি ডান হাতে চোট পেয়ে মাঠ ছাড়ায় 36 রানে 9 উইকেটে শেষ হয় ভারতীয় ইনিংস । ভারতের হয়ে সর্বোচ্চ 9 রান করেন ময়াঙ্ক আগারওয়াল । আজ ভারতের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের স্কোরে পৌঁছাতে পারেনি । অস্ট্রেলিয়ার যশ হ্য়াজ়েলহুড 5 টি উইকেট এবং প্যাট কামিন্স 4 টি উইকেট নেন ।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র 2 উইকেট হারিয়ে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় অস্ট্রেলিয়া । অজ়ি ওপেনার ম্যাথু ওয়েড এবং জো বার্নস প্রথম উইকেটে 70 রান যোগ করেন । ওয়েড 33 রান করে রান আউট হয়ে ফেরার পর তিন নম্বরে ব্যাটে নামেন লাবুশানে । কিন্তু বিশেষ কিছু না করতে পেরে মাত্র 6 রানে অশ্বিনের শিকার হন । এরপর স্টিভ স্মিথ ও বার্নস জয় ছিনিয়ে মাঠ ছাড়েন । অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ 51 রান করে অপরাজিত থাকেন বার্নস ।

Last Updated : Dec 20, 2020, 7:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details