অ্যাডিলেড, 18 ডিসেম্বর : অ্যাডিলেডের দ্বিতীয় দিন । ভারতীয় ব্যাটিংকে 244 রানের মধ্যে আটকে দেয় অজ়িরা । প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বেকায়দায় পড়তে হয় অস্ট্রেলিয়াকেও । শুরুতেই দুই উইকেট খুইয়ে বেশ কিছুটা বেসামাল অজ়ি ব্যাটিং লাইন আপ ।
আজ দ্বিতীয় দিনের শুরুতে ব্যাট হাতে সেভাবে কিছু করতে পারল না বিরাট অ্যান্ড কোং । গতকাল যেখানে শেষ করেছিল, তার সঙ্গে আর 11 রান তুলতে গিয়েই খোয়াতে হয় চারটি উইকেট । মাত্র 26 বল খেলে 9 রানে মাঠ ছাড়েন ঋদ্ধি । এরপর একে একে অশ্বিন, উমেশ যাদব, শামি । 244 রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস । বুমরা 4 রান করে অপরাজিত ছিলেন ।