দিল্লি, 7 জানুয়ারি : ব্রিসবেনে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট নিয়ে জটিলতা কাটল না। এই নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে চিঠি লেখা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। চিঠিতে ব্রিসবেনে কোভিড সংক্রান্ত কোয়ারানটিন প্রোটোকল ভারতীয় ক্রিকেটারদের জন্য কিছুটা হলেও ছাড় দেওয়ার আবেদন করা হয়েছে।
কোরোনা পরিস্থিতির জেরে গোড়া থেকেই ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়ে জারি রয়েছে একাধিক বিধিনিষেধ। আর তা এখনও পর্যন্ত যথাযথ ভাবে মেনে চলছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। ওই চিঠিতে সেই কথাও ক্রিকেট অস্ট্রেলিয়াকে মনে করিয়ে দিয়েছে বিসিসিআই।
এবারের অস্ট্রেলিয়া সফরে ভারত চারটি টেস্ট খেলছে। সিরিজের প্রথম দুটি ম্যাচ শেষ। আজ, বৃহস্পতিবার থেকে সিডনিতে শুরু হয়েছে সিরিজের তৃতীয় টেস্ট। আর চতুর্থ টেস্ট শুরু হওয়ার কথা আগামী 15 জানুয়ারি। কিন্তু কুইন্সল্যান্ড সরকারের তরফে জারি করা কোয়ারিন্টিন নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন দিনের খেলা শেষে ভারতীয় ক্রিকেটারদের হোটেলে নিজেদের ঘরেই থাকতে। আর এই নিয়ে আপত্তি তুলেছে ভারতীয় খেলোয়াড়রা।