ব্রিসবেন, 16 জানুয়ারি : বৃষ্টির জন্য সময়ের অনেক আগেই শেষ হয়ে গেল ব্রিসবেনের দ্বিতীয় দিনের খেলা৷ বৃষ্টির জন্য যখন খেলা থেমে যায়, তখন ভারতের স্কোর ছিল 2 উইকেটে 62 রান৷ ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা ও অধিনায়ক অজিঙ্কে রাহানে৷
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজ়ের শেষ ম্যাচ চলছে গাব্বায়৷ এই ম্যাচ জিততে পারলে সিরিজ় ভারতের৷ আর ড্র করতে পারলেও সম্মানের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে বিদায় নিতে পারবেন রাহানেরা৷ সেই লড়াইয়ে ভারতের অনভিজ্ঞ বোলিং বিভাগ অনেকটাই ভালো খেলেছে৷ এদিন অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায় 369 রানে৷ অভিষেকেই উজ্জ্বল নটরাজন ও ওয়াশিংটন সুন্দর৷ তাঁরা দুজনেই তিনটি করে উইকেট নিয়েছেন৷ শার্দূল ঠাকুর পেয়েছেন 3 একটি উইকেট৷ আর মহম্মদ সিরাজ পেয়েছেন 1টি উইকেট৷