অ্যাডিলেড, 9 নভেম্বর:প্রতিভা এবং পরিশ্রম, একসঙ্গে জয়ের অভ্যাস তৈরি করে দেয় । ভারতের সাম্প্রতিক খেলাতেও যেন তারই ছাপ । টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হলেও জয়ের স্বপ্ন দেখাচ্ছে 'মেন ইন ব্লু' । ফর্মে ফিরেছেন বিরাট কোহলি, স্বপ্নের ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব । দুইয়ে মিলে বিশ্বকাপের স্বপ্নে বুঁদ করে রেখেছেন দেশবাসীকে । রোহিত শর্মার অফ-ফর্ম ভাবালেও বিরাট-সূর্যের ব্যাটেই সেমিতে ইংল্যান্ড 'বধ' করার ব্লু-প্রিন্ট তৈরি করছে ভারত (India to take on England) ।
বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড (Odds in favour of India at Adelaide) । নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান । ফলে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দ্বিতীয় কুড়ি-বিশের লড়াইয়ে বিশ্বসেরা হওয়ার হাতছানি রয়েছে 'রোহিত অ্যান্ড কোং'-এর সামনে । তার জন্য সবার প্রথমে ইংল্যান্ডের বাধা টপকাতে হবে ।
এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার বিরাট কোহলি (246 রান) । 225 রান করে তালিকার তিন নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব । কোনও ইংরেজ ব্যাটার তাদের ধারেকাছেও নেই । ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ স্কোরার অ্যালেক্স হেলস 125 রান করে 24তম স্থানে রয়েছেন । শুধু ভারতের ব্যাটাররা নয়, প্রস্তুত রয়েছে বোলিং ইউনিটও । ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি এবং রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আর্শদীপ সিং-ও প্রতিদিনই উন্নতি করছেন । অন্যদিকেও ইংল্যান্ড টিমেও মার্ক উড, বেন স্টোকসের মতো বোলারও রয়েছে যারা নিজেদের দিনে ম্যাচ শেষ করে দিতে পারেন ।
আরও পড়ুন: চলতি বছরেই হাতুড়ির তলায় আইপিএল খেলোয়াড়রা
প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মার গলায় ঝড়ে পড়ল আত্মবিশ্বাসের সুর ৷ রোহিত বলেন,"আমরা টি-20 ম্যাচের গতি-প্রকৃতি জানি ৷ ইংল্যান্ডকে তাদের মাঠে হারানো চ্যালেঞ্জের ৷ অতীতে আমরা সেটা করতে পেরে যথেষ্ট আত্মবিশ্বাসী ৷" বৃহস্পতিবার ইংল্যান্ডকে হারাতে পারলেই রবিবাসরীয় ফাইনালে মেলবোর্নে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত ৷