কেপটাউন, 23 জানুয়ারি :কুইন্টন ডি'ককের দুরন্ত শতরানে সিরিজের তৃতীয় তথা অন্তিম ওয়ান-ডে ম্যাচে ভারতের সামনে কঠিন লক্ষ্যমাত্রা ৷ রেনবো নেশনে ওয়ান-ডে সিরিজে ক্লিন-সুইপ এড়াতে ভারতের চাই 288 রান (India need 288 runs to avoid clean sweep) ৷ ভারতীয় বোলারদের শাসন করে নিউল্যান্ডসে প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি'কক খেললেন 124 রানের ইনিংস (Quinton De Kock scores 124 runs) ৷ যদিও শেষদিকে কামব্যাক করে প্রোটিয়াদের তিনশোর মধ্যে বেঁধে রাখলেন জসপ্রীত বুমরা-প্রসিদ্ধ কৃষ্ণারা ৷ একাদশে সুযোগ পেয়ে 59 রানে 3 উইকেট তুলে নিলেন তরুণ প্রসিদ্ধ ৷
তবে নিউল্যান্ডসে প্রথমার্ধটা এদিন ডি'ককেরই ৷ ভারতের বিরুদ্ধে ষষ্ঠ শতরান হাঁকিয়ে প্রাক্তনী এবি ডি'ভিলিয়ার্সের রেকর্ডে ভাগ বসালেন স্টাম্পার-ব্যাটার (De Kock equals De Villiers record) ৷ ভারতের বিরুদ্ধে সর্বাধিক শতরানকারী প্রোটিয়া ব্যাটার এখন তিনি ৷ শুরুতে জানেমান মালান, তেম্বা বাভুমা, এইডেন মার্করামদের সঙ্গত না পেলেও চতুর্থ উইকেটে ভ্যান ডুসেনের সঙ্গে ডি'কেকর 144 রানের জুটি বড় রানের ভিত গড়ে দেয় দলের ৷