পার্ল, 19 জানুয়ারি : অধিনায়ক তেম্বা বাভুমা এবং মিডল অর্ডার ব্যাটার ভ্য়ান ডার ডুসেনের চওড়া ব্যাটে প্রথম একদিনের ম্যাচে ভারতকে কঠিন টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা ৷ 68 রানে 3 উইকেট হারিয়েও 50 ওভারে স্কোরবোর্ডে 296 রান তুলল প্রোটিয়ারা ৷ পার্লে জিততে রাহুল অ্যান্ড কোম্পানিকে করতে হবে 297 রান (India need 297 runs to win the first ODI) ৷
বিরাট কোহলিকে অধিনায়কের পদ অপসারণের পর এদিন প্রথম ওডিআই খেলতে নামল ভারতীয় দল ৷ নয়া অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় দলের নেতৃত্বে স্ট্যান্ড-ইন অধিনায়ক কেএল রাহুল ৷ তবে পার্লে এদিন টসভাগ্য সঙ্গ দিল না তাঁকে ৷ টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া দক্ষিণ আফ্রিকার শুরুটা ভাল হয়নি খুব একটা ৷ ওপেনার জানেমন মালান ফেরেন মাত্র 6 রানে ৷ অভিজ্ঞ ডি'ককের (27) ইনিংস লম্বা হতে দেননি রবিচন্দ্রন অশ্বিন ৷ রান-আউটের শিকার হন এইডেন মার্করাম (4) ৷ 68 রানে 3 উইকেট হারানো দলের দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক বাভুমা এবং ডুসেন ৷