পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs SA 1st ODI : বাভুমা-ডুসেনের জোড়া শতরান, পার্লে ভারতের সামনে কঠিন লক্ষ্যমাত্রা - India to chase challanging total after Bavuma and Dussen hit century in Paarl

অধিনায়ক তেম্বা বাভুমা এবং মিডল অর্ডার ব্যাটার ভ্য়ান ডার ডুসেনের চওড়া ব্যাটে প্রথম একদিনের ম্যাচে ভারতকে কঠিন টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা ৷ 68 রানে 3 উইকেট হারিয়েও 50 ওভারে স্কোরবোর্ডে 296 রান তুলল প্রোটিয়ারা ৷ পার্লে জিততে রাহুল অ্যান্ড কোম্পানিকে করতে হবে 297 রান (India need 297 runs to win the first ODI) ৷

IND vs SA 1st ODI
বাভুমা-ডুসেনের জোড়া শতরান, পার্লে ভারতের সামনে কঠিন লক্ষ্যমাত্রা

By

Published : Jan 19, 2022, 6:10 PM IST

Updated : Jan 19, 2022, 6:38 PM IST

পার্ল, 19 জানুয়ারি : অধিনায়ক তেম্বা বাভুমা এবং মিডল অর্ডার ব্যাটার ভ্য়ান ডার ডুসেনের চওড়া ব্যাটে প্রথম একদিনের ম্যাচে ভারতকে কঠিন টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা ৷ 68 রানে 3 উইকেট হারিয়েও 50 ওভারে স্কোরবোর্ডে 296 রান তুলল প্রোটিয়ারা ৷ পার্লে জিততে রাহুল অ্যান্ড কোম্পানিকে করতে হবে 297 রান (India need 297 runs to win the first ODI) ৷

বিরাট কোহলিকে অধিনায়কের পদ অপসারণের পর এদিন প্রথম ওডিআই খেলতে নামল ভারতীয় দল ৷ নয়া অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় দলের নেতৃত্বে স্ট্যান্ড-ইন অধিনায়ক কেএল রাহুল ৷ তবে পার্লে এদিন টসভাগ্য সঙ্গ দিল না তাঁকে ৷ টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া দক্ষিণ আফ্রিকার শুরুটা ভাল হয়নি খুব একটা ৷ ওপেনার জানেমন মালান ফেরেন মাত্র 6 রানে ৷ অভিজ্ঞ ডি'ককের (27) ইনিংস লম্বা হতে দেননি রবিচন্দ্রন অশ্বিন ৷ রান-আউটের শিকার হন এইডেন মার্করাম (4) ৷ 68 রানে 3 উইকেট হারানো দলের দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক বাভুমা এবং ডুসেন ৷

ভারতীয় বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে চতুর্থ উইকেটে 202 রান যোগ করেন এই দুই প্রোটিয়া ব্যাটার ৷ দু'জনেই কেরিয়ারের দ্বিতীয় শতরানে দলকে বড় রানের লক্ষ্যে পৌঁছে দেন ৷ 8টি বাউন্ডারির সাহায্যে বাভুমা 110 (143) রানের ইনিংস খেলে আউট হলেও অপরাজিত থেকে যান ডুসেন ৷ ব্যাট হাতে ভুবনেশ্বর কুমার-শার্দূল ঠাকুরদের উপর নির্দয় ছিলেন ডুসেন ৷ 9টি চার, 4টি ছয়ে 96 বলে 129 রানে অপরাজিত থাকেন তিনি ৷

আরও পড়ুন:IND vs SA 1st ODI : ভেঙ্কটেশের অভিষেক, টস জিতে ব্যাটিং বাভুমাদের

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল বুমরা 10 ওভারে 48 রানে নেন 2 উইকেট ৷ শার্দূল এবং ভুবি 10 ওভারে খরচ করেন যথাক্রমে 72 রান এবং 64 রান ৷ দুই স্পিনার অশ্বিন এবং চাহাল 10 ওভারে খরচ করেন 53 রান ৷

Last Updated : Jan 19, 2022, 6:38 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details