জোহানেসবার্গ, 5 জানুয়ারি : জেদ, সংকল্প নাকি সমালোচকদের জবাব দেওয়া ৷ তাগিদটা ঠিক কীসের, সেটা স্পষ্ট না হলেও অবশেষে পারলেন চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানে ৷ বোঝালেন কঠিন সময় দলের ভরসায় এখনও চওড়া হতে পারে তাঁদের ব্যাট ৷ দুই টপ-অর্ডার ব্যাটারের দৃঢ়চেতা ব্য়াটিংয়ে ওয়ান্ডারার্সে দ্বিতীয় ইনিংসে একশো রানে লিড পেরল টিম ইন্ডিয়া ( Pujara and Rahane hit half century) ৷ তবে অর্ধশতরান পূর্ণ করে লড়াই দীর্ঘস্থায়ী হল না দু'জনের ৷ 58 রানে আউট হলেন মুম্বইকর রাহানে, পূজারা ফিরলেন 53 রানে ৷
দুই অভিজ্ঞ ব্য়াটারের ইনিংসে ভর করেই দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দেওয়ার পথে এগোচ্ছিল ভারত ৷ কিন্তু স্বল্প সময়ের ব্যবধানে চার উইকেট খুঁইয়ে মধ্যাহ্নভোজে ফের চাপে ভারত ৷ 155/2 থেকে 184/6 হয়ে যাওয়া ভারতকে ওয়ান্ডারার্সে ফের চেপে ধরল দক্ষিণ আফ্রিকা ৷ দিনের শুরুতে যদিও গতকালের দুই অপরাজিত ব্যাটারের হাত ধরে প্রতিপক্ষকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিতে পেরেছিল টিম ইন্ডিয়া ৷ 11 রানে অপরাজিত প্রাক্তন সহ-অধিনায়ক পূজারা পুরনো ছন্দ ফিরে পান ওয়ান্ডারার্সে ৷ 8টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সহযোগে 78 বলে 58 রানের মূল্যবান ইনিংস খেলেন তিনি ৷ অর্ধশতরান আসে পূজারার ব্যাটেও ৷