মুম্বই, 7 মে : নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই ৷ চোট সারিয়ে টেস্ট দলে ফিরলেন মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা এবং হনুমা বিহারী ৷ 20 সদস্যের জায়গা পেলেন না পৃথ্বী শ, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং কুলদীপ যাদব ৷ শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করছে ঋদ্ধিমান সাহা ও লোকেশ রাহুলের ইংল্যান্ড যাত্রা ৷
দেশের ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে আগামী মাস থেকে শুরু হচ্ছে ভারতীয় দলের ইংল্যান্ড সফর ৷ জুন মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ রয়েছে ৷ এরপর অগাস্ট ও সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বিরাট কোহলির দল ৷ দীর্ঘদিন পর ভারতীয় স্কোয়াডে ফিরলেন মহম্মদ শামি ৷ গত বছরের ডিসেম্বরে অ্যাডিলেডে শেষবার দেশের জার্সি গায়ে নেমেছিলেন শামি ৷ ওই ম্যাচেই হাত ভাঙে তাঁর ৷ ফলে বাধ্য হয়ে বাড়ি ফেরেন কোহলির দলের এই নির্ভরযোগ্য পেসার ৷ জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরেই চোটের কবলে পড়েছিলেন রবীন্দ্র জাদেজা ৷ সিডনিতে তৃতীয় টেস্টে বুড়ো আঙুল ভেঙে যায় তাঁর ৷ চোট সারিয়ে দুজনই জাতীয় দলে ফিরলেন ৷